
সুশান্ত সিং রাজপূত হত্যা মামলার তদন্তে এসেছে নতুন মোড়। রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপূত হত্যা মামলার তদন্তে সিবিআই অফিসারদের জেরার মুখে পরে স্বীকার করে নেনে তিনি সুশান্ত কে ড্রাগস এনে দিতেন। আর তারপরেই তাকে পড়তে হয় এনসিবির জেরার মুখে। এনসিবি তাকে প্রায় সাড়ে ৩ ঘন্টা জেরার পর তাকে গ্রেফতার করে।
ইতিমধ্যে দুবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে।। এখন তিনি রিয়া রয়েছে মুম্বাইয়ের একমাত্র মহিলা জেল বাইরকুল্লা সংশোধনাগারে। সেখানে রিয়া চক্রবর্তী আছেন খুব কষ্টের মধ্যেই।
কারণ তাকে দেওয়া হয়নি কোনও বালিশ নেই কোনো খাট শুধু শোয়ার জন্য একটি মাদুর আছে বলে জেল সূত্রের খবরে জানা যাচ্ছে। আর জেলে এই করুন দশার মধ্যে থেকে রিয়া চক্রবর্তীর চোখে দেখা গেছে জল বলে সূত্রের খবর থেকে জানা গেছে।
সাধারণত ছোটবেলার থেকেই আদোরে ও সব সুযোগ সুবিধা পাওয়া এই নায়িকা এখন জেলেই কাটছে তার দিন রাত। খেতে হচ্ছে বাকি বন্দিদের দেওয়া সাধারণ খাবার। সবমিলিয়ে রিয়া চক্রবর্তী এখন আছেন খুব করুন দশাতে।
বর্তমান স্থিতি ও পরিস্থিতি অনুযায়ী রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর হবে কিনা তাও সুনিশ্চিত নয়।