রাজনীতিরাজ্য

পুলিশ তো তৃনমুলের ক্যাডারের মতো: দিলীপ ঘোষ

শনিবার সকালে ছিল রাজ্যের চার পুরনিগমে নির্বাচন। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসছিলো হিংসার খবর। আর সেই বিষয়ে কথা বলতে গিয়েই বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন ‘রাজ্য পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো। তাই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিলাম আমরা।

শনিবার খড়্গপুরের হিজলি স্টেশনে সাংবাদিকদের সামনে মুখোমুখি হওয়ার সময় দিলীপ ঘোষ বলেন এই কথা। তবে আসন্ন ১০৭ পুরসভার নির্বাচনে বিজেপি রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, বিধাননগরের পর চন্দননগরে পুরভোটের প্রচার করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এবং পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। প্রচারে গিয়ে দোন্দলপাড়া জুটমিলের শ্রমিক মহল্লায় মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে বাধা দিয়েছিলো চন্দননগর কমিশনারেটের পুলিশ।

Back to top button