নিউজবিনোদন

পরমব্রত রুখে দাঁড়ালেন দিলীপ ঘোষের বিরুদ্ধে, পাশাপাশি দিদির অসাধারণ জয়ের পর ‘বারমুডা’ চাইলেন মিমি-স্বস্তিকা!

বাংলায় কয়েকমাস ধরেই চলছিল ভোটের দামামা। কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে সেই ভোটের পরিস্থিতি। মিটে গেল ভোট পর্ব। বাংলায় বিজেপি ও তৃণমূল নিজেদের মত করে লড়াই করতে ছিল। কিন্তু হঠাৎ করে রেজাল্ট আসার পরে দুই প্রতিযোগীর মধ্যে যেন অনেক তফাৎ চলে আসে। সারা বাংলা জুড়ে শুধুমাত্র জোড়াফুল ফোটে।

সমস্ত বাধা কাটিয়ে ফের বাংলায় ক্ষমতায় আসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একদিকে ভোট পরিস্থিতি অপরদিকে চলছে করোনা পরিস্থিতি। কিন্তু তার মাঝেও যেন বাংলার মেয়ে মমতা ব্যানার্জী জিতে গেলে সেই খেলায়। আবারও বাংলার মসনদে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ী হওয়ার পরে বিজয় মিছিল না করলেও তিনি জানান যে বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি ভ্যাকসিন নিয়ে লড়বেন। এরকম পরিস্থিতিতে বাংলার বোল্ড, ঠোঁটকাটা, দক্ষ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী নিজেদের কিছু বক্তব্য পেশ করলেন।

বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী এদিন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখেন যে,”আমরা আজকে একটু বারমুডা পরব না? বারমুডা পরব না আমরা?” শুধু স্বস্তিকা মুখ্যার্জী নয় তার পাশাপাশি অভিনেত্রী মিমি চক্রবর্তী লেখেন,”এই যে যে বলেছিলেন বারমুডার কথা তিনি কোথায় ও দাদা।” দিলীপ ঘোষ প্রসঙ্গত মমতা ব্যানার্জীর পা ভাঙা নিয়ে কটাক্ষ করে বলেন ‘বারমুডা’ পড়ার কথা।

বাংলা টেলিভিশনের শুধু মিমি ও স্বস্তিকা নন তার পাশাপাশি দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতা পরমব্রত চট্ট্যোপাধ্যায়। “নিজেদের মতে নিজেদের গান” তৈরি করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়রা। এই গানটি প্রসঙ্গে দিল্পী ঘোষ বলেছিলেন,”শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।” দিলীপ ঘোষের সেই প্রসঙ্গে পরমব্রত লেখেন,”আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!” অভিনেতা শুধুমাত্র এখানেই থামেননি। তারপরে তিনি বলেন,”তোমার কোনো কোনো কোনো, কোনো কোনো কোনো কোনো কথা শুনবো না আর , যথেষ্ট বুঝি কিসে ভালো হবে নিজেদের মতো ভাববো”।

Back to top button