করোনা: কেমন আছে আজকের ভারত, জেনেনিন একঝলকে (৭ জানুয়ারী ২০২২)
করোনা যেন ফের সুনামি রূপে এসেছে ফিরে। এবার লাখ পেরিয়ে গেলো আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৭হাজার ১০০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ হাজার ৮৪৫ জন। দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ।
এখনো পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন ৩,৪৩,৭১,৮৪৫ জন। মোট মৃত্যু হয়েছে ৪,৮৩,১৭৮ জন। দেশে মোট সক্রিয় আক্রান্তের অংখ্যা ৩,৭১,৩৬৩ জন। এমন পরিস্থিতে লকডাউন হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে।
প্রসঙ্গত, এই রকম পরিস্থিতে সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা । সাংবাদিক সম্মেলনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) জানিয়ে দেন, রাজ্যের জন্য আগামী ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর উপর নির্ভর করবে আগামী দিনগুলো। তবে পরিস্থিতি ভয়াবহ হতে থাকায় রাজ্যে আরও কড়া কোভিডবিধি জারি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্ৰাইৰ কথায়। বৃহস্পতিবার ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।