নিউজরাজ্য

‘স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে দুর্নীতির ছক, অভিযুক্ত রাজ্যের একাধিক নার্সিংহোম

বাংলায় সম্প্রতি করোনার টিকা নিয়ে প্রতারণার অভিযোগ জমা পড়েছে একাধিক। আর এবার এলো স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ। আর এই অভযোগ জমা পড়েছে রাজ্যের বিভিন্ন নার্সিংহোমের বিরুধ্যে।

অভিযোগে জানানো হয়েছে যে গ্রামে স্বাস্থ্য শিবিরবের নাম করে অথবা দালাল লাগিয়ে সুস্থ মানুষদের বুঝিয়ে বারসিং হোম নিয়ে আসা হচ্ছে। আর তারপর তাদের ১০-১২ দিন ধরে তাদের রোগী হিসেবে রাখা হচ্ছে নার্সিংহোমে।সুস্থ ব্যক্তিদের রোগী সাজিয়ে বানানো হচ্ছে ৬০-৭০ হাজার টাকার বিল।

সরকার অবশ্য হাত গুটিয়ে বসে নেই অভিযোগ আসা মাত্রই নিয়েছে কড়া পদক্ষেপ।ইতিমধ্যে অভিযুক্ত নার্সিংহোম গুলিকে পাঠানো হয়েছে নোটিস। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা হাতাতেই এই ফন্দি এঁটেছিলো রাজ্যের বিভিন্ন জেলার বেশকিছু নার্সিংহোম।

Back to top button