নিউজবিনোদন

বলিউডের মাদককাণ্ডে উঠে এলো রাকুলের নাম, আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী

বলিউডে সুশান্ত সিং রাজ পুতের মৃত্যু তদন্ত নিয়েছে নতুন মোড়। সুশান্ত মৃত্যু মামলার তদন্ত করতে গিয়ে উঠে এসেছে বলিউডে মাদক চক্রের খবর। আর সেই মাদক চক্রে জড়ানোর থাকার অভিযোগ উঠে এসেছে বলিউডের অনেক তারকার নাম। আর সেই তালিকা থেকে বাদ যায়নি রাকুল প্রীত সিং এর নাম।

আর এরকম খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী নিজেই দ্বারস্থ হয়েছেন আদালতে।

অভিনেত্রী রাকুল প্রীত অভিযোগ করে বলেন ‘রিয়া চক্রবর্তী তার জবানবন্দি পরিবর্তন করেছেন, এটি না জেনেই একটি চ্যানেল এই খবর ছড়াচ্ছে। নিউজ চ্যানেলগুলো আমার ছবি পরিবর্তন করে দেখাচ্ছে। তারা আমাকে হয়রানি করার জন্য গল্প বানিয়ে উপস্থাপন করছে। এটা আমার জন্য মানহানি এবং অবমাননাকর।’

তাই মিডিয়াতে এই ধরণের খবর প্রকাহরের জন্য অন্তর্বর্তীকালীন নিষেধজ্ঞার জন্য আবেদন করেছেন। অভিনেত্রী দাবি করে জানিয়েছেন যে তার এরকম মিডিয়া ট্রায়ালের কারণে আর্টিকেল ২১ ধারা লঙঘন করা হয়েছে।

আদালত আজ এই প্রসঙ্গে শুনানি গ্রহণ করে ও ভারতের তথ্য ও প্রচার বিভাগ, প্রসার ভারতী, নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন (এনবিএ), প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই) বরাবর একটি নোটিশ জারি করেছেন আদালত।

ওই নোটিসে বলা হয়েছে রাকুলের বিষয় নিয়ে কোনও খবর করার আগে মিডিয়া গুলোকে মানতে হবে প্রোগ্রাম কোড। আপাতত একটি চ্যানেলের বিরুধ্যে নেওয়া হবে ব্যবস্থা ও বাকি চ্যানেলকে করা হবে সতর্ক।

Back to top button