বাজারদর

যেভাবে সোনার দাম বেড়েই যাচ্ছে তাতে সোনা কিনে রাখা কি লাভজনক হবে ? জানা যাক বিস্তারিত

বিয়ে থেকে প্রতিটি শুভ কাজে সোনার ব্যবহার হয়। কিন্তু সোনা কেনার সেই চাহিদা কমেছে করোনা পরিস্থিতিতে। তা সত্ত্বেও দেশজুড়ে বাড়ছে সোনার দাম । গত ৯ বছরে এই প্রথম প্রতি ১০ গ্ৰাম সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৭৫০ টাকা। তাছাড়াও ২২ ক্যারাট সোনার গয়নার দাম জিএসটি সহ হয়েছে ৪৯,৫৯৪ টাকা।

আমেরিকার সঙ্গে চিন ও ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনে উচ্চ মূল্যের বন্ড ফান্ডে ও বিদেশি মুদ্রার বাজারে লগ্নি করতেন তাঁরা নিরাপদ সোনার বাজারে লগ্নির পরিমাণ বাড়াতে শুরু করেছেন।

তাছাড়া বিশ্ব বাজারে ডলারের দাম যখন কমে যায়, তখন সোনার দাম বাড়তে থাকে। বিশ্ব বাজারে ডলারের মতো সোনাও একটি কারেন্সি । বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা ও ডলার দুটোই কিনে রাখে এবং ব্যবসা করে। বর্তমানে ভারত, সিঙ্গাপুর, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় দেশগুলোতে ডলারের দাম পড়ে গেছে। যার ফলে চীনসহ বিভিন্ন দেশে অনেকেই ডলার বিক্রি করে সোনা কিনতে শুরু করেছে। এতে সোনার চাহিদা বেড়ে যায় । ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দামও বেড়ে যাচ্ছে।

স্টক মার্কেট, রিয়েল এস্টেট, মিউচ্যুয়াল ফান্ড ,বন্ডের বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ১.৬ শতাংশ হারে সোনার দাম বেড়েছে দীর্ঘ ২০ বছর ধরে। স্বল্প মেয়াদে দর নামলেও, তা দ্রুত বেড়ে দাঁড়ায়। ফলে দীর্ঘ মেয়াদে ঠকার সম্ভাবনা কম।

Back to top button