কানের মধ্যে ফুল গুঁজে মায়ের সাথে প্রাতঃভ্রমণে বেরিয়েই দুস্টুমীতে মেতে উঠেছেন ইউভান, ভাইরাল ভিডিও
টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী গাঙ্গুলি অন্যতম। প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তার নাম আগে উঠে আসে। অভিনেত্রীর জনপ্রিয়তা নিয়ে বলার কিছু নেই। টলিউডে নিজের পরিশ্রমের ফলেই পাকাপাকি জায়গা করে নিয়েছেন।গত বছরই রাজ-শুভশ্রীর কোন আলো করে আসে একমাত্র ছেলে ইউভান। বর্তমান টলিউডের একজন হট কেক হলেন ইউভান। তাঁর জন্মের পর থেকে তাকে নিয়েই দিব্বি মেতে থাকেন শুভশ্রী।
বাচ্চারা সত্যিই অতুলনীয়। বাচ্চা কে না ভালোবাসে। সকলেই তাদেরকে ভালোবাসে। কারণ তারা নিষ্পাপ তাদের মন পরিষ্কার সাদা পাতার মত। এরই মধ্যে অভিনেত্রী তার ছেলে ইউভানকে নিয়ে প্রাতঃভ্রমণে বেড়িয়েছেন। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মা ও ছেলে। মাঝে মধ্যেই ছোট্ট ইউভানের নানান দুষ্টুমি উঠে আসে শুভশ্রী অথবা রাজের ক্যামেরায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দুস্টুমীতে মেতে উঠেছেন ইউভান।
এদিন রাজের পুত্র ইউভান কানে ফুল গুঁজে মুখে একগাল হাসি। মায়ের সঙ্গে সে সকাল সকাল নিজেদের লনে ঘুরতে বেরিয়েছে। ইউভানের জন্মের পর অভিনেত্রী বেশ ব্যাস্ত হয়ে পড়েছিলেন। কয়েকমাস কেটে যাওয়ার পর তিনি আবার কাজে ফেরেন। সম্প্রতি ১০ মাস হয়ে গেছে ইউভানের বয়স।
সম্প্রতি তাকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে বিচারকের আসনে। যার ফলে অভিনেত্রীকে ইউভানকে ছেড়ে থাকতে হয় শ্যুটিং ফ্লোরে। যার জন্য অভিনেত্রী বেশ চিন্তিত। ছেলের জন্য কিছুটা হলেও তার সময় কম পরে যাচ্ছে। এদিকে রাজ ও শুভশ্রীর বর্তমান চোখের মনি হল ইউভান। আগামী ফিল্ম ‘হাবজি গাবজি’-তে শুভশ্রী এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু করোনা অতিমারীর কারণে ‘হাবজি গাবজি’-র মুক্তি আপাতত স্থগিত রয়েছে। তবে রাজ শুভশ্রী দুজনেই ছেলেকে বর্তমান বেশ ভালো আছেন ফুর্তিতে আছেন।
View this post on Instagram