বিনোদন

‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে কেন বাদ দেওয়া হয়েছিল শাহরুখ খানকে?

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি গেম শো হলো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)।এই রিয়ালিটি শোয়ের নাম উঠলেই দর্শকদের উৎসাহের যেন শেষ থাকে না । ‘কৌন বনেগা ক্রোড়পতি’ র প্রধান সঞ্চালক অমিতাভ বচ্চন। তবে এর সিজন ফাইভ ২০১১-এ সঞ্চালনা করেছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সেই সময় দর্শকদের বেশ একটা পছন্দ হয়নি সেই শো । শাহরুখ খান জমাতে পারেননি। শাহরুখ এই শো ফের উপস্থাপনা করুন, তা চাননি নির্মাতারও। কিন্তু কেন শাহরুখকে বাদ দেওয়া হয়েছিল, এতদিনে তার আসল কারণ জানালেন প্রযোজকরা।

এই শোয়ের প্রযোজক সিদ্ধার্থ বসু বলেন, “আমার মনে হয়, নিজের মতো করে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ করেছিলেন শাহরুখ। নিজস্ব চার্ম বা মজার ভঙ্গী ছিল। ভাল রেটিংও ছিল। কিন্তু আসল সত্যিটা স্বীকার করাই ভাল। কেবিসি-র এবিসি হলেন অমিতাভ বচ্চন। ওঁকে ছাড়া সম্ভব নয়।”

সিদ্ধার্থ আরও জানান, এই রিয়েলিটি শো অন্য যে কোনও কুইজ শোয়ের থেকে সব সময়ই আলাদা। সাধারণ মানুষের জীবনের গল্পকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই শো এ । আর সেখানে লার্জার দ্যান লাইফ হোস্ট অমিতাভ বচ্চনকেই দরকার।শাহরুখ খান নয়।

Back to top button