বিনোদন

কোথায় গিয়ে বিয়ে করবেন প্রভাস? জানালেন এই সুপার হিরো

তামিল অভিনেতা প্রভাসের বিয়ে নিয়ে গুঞ্জন চলতেই থাকে। তবে সবই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। তার বিয়ের বিষয়ে জানতে আগ্রহের কমতি নেই ভক্তদের। তবে কাকে বিয়ে করবেন সেটি না জানালেও কোথায় গিয়ে বিয়ে করবেন তা জানালেন এই নায়ক।
নায়ক প্রভাস জানান, তিনি তিরুপতি মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ভক্তদের জানালেন।

তার সহ-অভিনেত্রী আনুষ্কা শেঠি ও কৃতি শ্যাননের প্রেমের সম্পর্ক ও বিয়ের জোর গুঞ্জন উঠেছিল প্রভাসের। কিন্তু কোনো গুঞ্জনই বাস্তবে রূপ নেয়নি। এতদিন প্রেমের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন প্রভাস। এবার এক সাক্ষাৎকারে ভক্তদের প্রশ্ন এড়িয়ে যেতে পারলেন না।

কবে বিয়ে করছেন জানতে চাইলে জবাবে প্রভাস বলেন, আমি তিরুপতিতেই বিয়ে করব। জীবনের যে কোনো শুভ কাজেই তিরুপতিতে গিয়ে পূজা দিয়ে আসি। আগামী ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে সিনেমার বাজেটের প্রায় ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছে ‘আদিপুরুষ’।

Back to top button