বিনোদন

‘শ্রাবন্তী-রোশন বিয়ের ভাঙ্গন’র গুঞ্জনের মাঝেই বিরহের গান গেয়ে ভাইরাল শ্রাবন্তী

গত বছর ১৯ এপ্রিল রোশন সিংয়ের সাথে শ্রাবন্তী চ্যাটার্জির (Shrabanti Chaterjee) বিয়ে হয়েছিল। তবে তিনি কাউকে না জানিয়ে চুপিসারে অমৃতসরের গুরুদ্বারে বিয়ে করেন। তবে শ্রাবন্তী রোশন সিংয়ের সাথে বিয়ে করে প্রায় ১২ কাউকে কোনও কিছু জানায়নি। এরপরই স্বামী রোশন সিং (Roshon Singh) তাদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। যদিও এটি তৃতীয় বিয়ে ছিল শ্রাবন্তীর। তবে ইতিমধ্যেই শোনা যাচ্ছে তাদের দুজনের সম্পর্কের ভাঙ্গন ধরেছে।

রোশন সিং ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দুজনে আদালা আলাদা থাকছেন। সম্প্রতি তাঁরা দুজনেই দুজনকে আনফলো করেছেন। এরপর তাঁরা দুজনে সোশ্যাল মিডিয়া থেকে তাঁদের সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন। এর থেকে স্পষ্ট হয়ে যায় যে তাদের দুজনের সম্পকের মধ্যে ভাঙ্গন ধরেছেন।

সম্প্রতি এমন বিয়ে ভাঙ্গনের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে(Instagram) একটি ছবি পোস্ট করেছেন। যেখানে হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে প্রেমিকাকে প্রেমিক জিজ্ঞেস করছে, ‘আমার জীবনটা ধ্বংস করে দেবে?’ প্রেমিকার উত্তর, ‘OMG! হ্যাঁ।’ যদিও ক্যাপশনে রোশান উল্লেখ করে দিয়েছেন, নেহাতই মজার ছলে তার এই পোস্টটি করা।

আর এবার শ্রাবন্তীকে দেখা গেলো একটি জনপ্রিয় হিন্দি গানের বিরহ পূর্ণ লাইনের অংশ নিয়ে শর্ট ভিডিও বানাতে। আর সেই বিরহ পূর্ণ লাইনের গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি শ্রাবন্তী আবার রোশনের কাছেই থাকতে চাইছেন? কারণ কিছুদিন আগেই রোশন জানিয়েছিলেন যে তারা দুজন পুজোর পর থেকে আলাদাই থাকছেন।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

Back to top button