বিনোদন

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

মারা গেলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। তিনি আজ রবিবার দুপুর ১২ টা ১৫ মিনিট সময়ে প্রয়াত হন। বাংলা অভিনয় জগতের অন্যতম নক্ষত্র সৌমিত্র চ্যাটার্জি মারা গেলেন ৮৫ বছর বয়সে।

সৌমিত্র চ্যাটার্জী করোনা আক্রান্ত হয়ে চলতি বছরের ৬ অক্টোবর ভর্তি হন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এরপর ১৪ অক্টোবর সৌমিত্র চ্যাটার্জির দ্বিতীয়বার করোনা টেস্ট হলে তা নেগেটিভ আসে ও তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

তবে এরপর ২৫ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে ভালো নেই সৌমিত্র চ্যাটার্জী। তার জ্ঞান নেই ও চেতনা স্তর নিচে নেমে গেছে প্রায়। তারপর তার কিডনি খারাপ হতে শুরু করে। চিকিৎসকরা তার ডায়ালিসিস করেন সেই সাথে হয় তার প্লাজমা থেরাপিও। কিন্তু করোনার কারণে হওয়া কো-মর্বিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি।

গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলো যে সৌমিত্র বাবুর অবস্থা এখন আশংকা জনক। তার শারীরিক অবস্থা রয়েছে অত্যন্ত সংকটে। তিনি এই মুহূর্তে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না । আর আজ দুপুরেই এলো সেই দু সংবাদ।

Back to top button