বিনোদন

‘খড়কুটো’ পড়লো পিছিয়ে, প্রথম স্থান কি ধরে রাখতে পারল মিঠাই? TRP রেটিং পড়ল সব ধারাবাহিকের!

বাংলা ধারাবাহিক সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সারাদিন কাজকর্ম শেষ করার পর বাড়ির মা-কাকিমার সকলেই টেলিভিশনের সামনে বসে পড়েন সিরিয়াল দেখার জন্য। চায়ের কাপে চুমুক দিতে দিতে সিরিয়াল দেখার মজাই আলাদা। তার সাথে জমে যায় সকলের গল্প। বাংলা ধারাবাহিকের সাথে বাঙালি দর্শক ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। একদিন মিস করে গেলেই মনে হয় কি যেন মিস করে গেছে।

ষ্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল মোহর। একটা সময় টেলিভিশনের শীর্ষে এই ছিল নেই ধারাবাহিকের টিআরপি। গত সোমবার অর্থাৎ ৫ই এপ্রিল থেকে দুপুর ২টো থেকে মোহর সম্প্রচারিত হচ্ছে। টিআরপি ঠিকঠাক না থাকায় এই ধারাবাহিক রাত ৮ টার পরিবর্তে দুপুর ২ টোয় দেখানো হচ্ছে। তবে এবারে আমূল পরিবর্তন আসলো ধারাবাহিকের টিআরপিতে। জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ জায়গা করে নিয়েছে টিআরপির শীর্ষে। শুধু তাই নয়, ‘কৃষ্ণকলি’কে হারিয়ে পয়লা নম্বরে উঠে এসেছে রাত ৮টার এই স্লট লিডার মিঠাই।

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও টিআরপির তালিকায় সেরা ধারাবাহিক গুলির নাম প্রকাশ হয়েছে। তবে দেখে নিন এক ঝলকে টিআরপি রেটিংয়ে কে কোন স্থানে রয়েছে:

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

মিঠাই- ৯.৩ (প্রথম)

অপরাজিতা অপু- ৮.৩ (দ্বিতীয়)

কৃষ্ণকলি- ৮.২ (তৃতীয়)

খড়কুটো- ৭.৬ (চতুর্থ)

যমুনা ঢাকি- ৭.৩ (পঞ্চম)

শ্রীময়ী- ৭.২ (ষষ্ঠ)

করুণময়ী রাণী রাসমণি- ৬.৯ (সপ্তম)

মহাপীঠ তারাপীঠ- ৬.৫ (অষ্টম)

গঙ্গারাম- ৬.৫ (অষ্টম)

দেশের মাটি- ৬.৫ (অষ্টম)

জীবন সাথী- ৬.১(নবম)

খেলাঘর- ৫.৩ (দশম)

Back to top button