বিনোদন

TRP-তে জয়জয়কার জি বাংলার, শীর্ষে জনপ্রিয় এই ধারবাহিক, দেখেনিন তালিকা

টিভির পাশাপাশি মানুষ এখন দীনবের বেশিরভাগ সময় কাটান OTT প্লার্টফর্মে আর সেখানেই নজর রাখেন তাদের পছন্দের ধারবাহিক গুলির উপর। আর সেই ধারবাহিক গুলি প্রতি সপথেই জনপ্রিয়তার নিরিখে লাভ করে রেটিং ,আর সেই রেটিং থেকেই জানা যায় এই মুহূর্তে কোন ধারবাহিক মানুষের মন জয় করছে আর কোন ধারবাহিক মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৯)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৪)
তৃতীয়- ফুলকি (৭.৮)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.৭)
পঞ্চম- রাঙা বউ (৬.৮)
সন্ধ্যাতারা (৬.৭)
কার কাছে কই মনের কথা (৬.৬)
খেলনা বাড়ি – (৬.৫)
Love বিয়ে আজকাল (৬.৪)
হরগৌরী পাইস হোটেল (৬.৩)

Back to top button