বিনোদন

নদীতে ভেসে আসছে হাজার হাজার লাউ, লাউ সংগ্রহের জন্য ব্যস্ত কিশোর -কিশোরীরা

নদীতে রয়েছে হালকা স্রোত। আর সেই স্রোতের মধ্য দিয়েই ভেসে আসছে হাজার হাজার লাউ। আর সেই লাউ গুলো সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়েছে কিশোর -কিশোরীরা। ছবিটি কোথাকার সঠিক জানা না গেলেও ছবিটি যে রূপসী বাংলার একটি চিত্র তা কিশোর -কিশোরীদের মুখ দেখেই বোঝা যাচ্ছে।

যান গেছে বাগান থেকে লাউ সংগ্রহ করে হয়তো লাউ চাষিরা নিজের ইচ্ছেতেই ভাসিয়ে দিচ্ছেন জলে। আর সেই লাউ ভাসতে ভাসতে দুই কিলোমিটার পথে শেষে কোনো এক বাজারে লাউ গুলো পৌঁছে যায়। আর সেই কারণে বেঁচে যায় পরিবহন খরচ। পরিবহন খরচ বাঁচাতেই হয়তো চাষিরা এমন পন্থা অবলম্বন করে থাকতে পারেন।

অনুভ্ৰমণ নামের একটি ট্রাভেল ব্লগ সূত্রে জানা গেছে ছবি গুলি বাংলাদেশের বান্দরবন নামক একটি জায়গার। বাজার থেকে দুই কিলোমিটার দূরের একটি খামার থেকেই এই পন্থা অবলম্বন করা হয়েছে। লাউ গুলি ভাসতে ভাসতে বাজারের সম্মুখে আসতেই সংগ্রহ করছে কিশোর -কিশোরীরা আর সেই লাউ বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। আর এমন ছবি এক মাত্র বাংলাতেই দেখা সম্ভব!

আর সেই সাথে মনের অজান্তেই যেন মনে পরে যায় কবি জীবনানন্দ দাসের কবিতা, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ / খুঁজিতে যাই না আর।’

Back to top button