বিনোদন

এই সপ্তাহেও প্রথম স্থান ধরে রাখলো ‘মিঠাই’ ভাটা পড়লো ‘খড়কুটো’য়, রইলো টিআরপি তালিকা

বাংলা ধারাবাহিক সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সারাদিন কাজকর্ম শেষ করার পর বাড়ির মা-কাকিমার সকলেই টেলিভিশনের সামনে বসে পড়েন সিরিয়াল দেখার জন্য। চায়ের কাপে চুমুক দিতে দিতে সিরিয়াল দেখার মজাই আলাদা। তার সাথে জমে যায় সকলের গল্প। বাংলা ধারাবাহিকের সাথে বাঙালি দর্শক ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। একদিন মিস করে গেলেই মনে হয় কি যেন মিস করে গেছে।

ষ্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল মোহর। একটা সময় টেলিভিশনের শীর্ষে এই ছিল নেই ধারাবাহিকের টিআরপি। গত ৫ই এপ্রিল থেকে দুপুর ২টো থেকে মোহর সম্প্রচারিত হচ্ছে। টিআরপি ঠিকঠাক না থাকায় এই ধারাবাহিক রাত ৮ টার পরিবর্তে দুপুর ২ টোয় দেখানো হচ্ছে। তবে এবারে আমূল পরিবর্তন আসলো ধারাবাহিকের টিআরপিতে। জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ জায়গা করে নিয়েছে টিআরপির শীর্ষে। শুধু তাই নয়, ‘কৃষ্ণকলি’কে হারিয়ে পয়লা নম্বরে উঠে এসেছে রাত ৮টার এই স্লট লিডার ‘মিঠাই’। কিন্তু ‘মিঠাই’ উঠে এলেও এদিকে ভাটা পড়েছে ‘খড়কুটো’য়। দ্বিতীয় স্থানে উঠে এসেছে অপরাজিতা অপু।

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও টিআরপির তালিকায় সেরা ধারাবাহিক গুলির নাম প্রকাশ হয়েছে। তবে দেখে নিন এক ঝলকে টিআরপি রেটিংয়ে কে কোন স্থানে রয়েছে:

১.মিঠাই – ১০.৫
২.অপরাজিতা অপু – ৯.০
৩.যমুনা ঢাকি – ৭.৫
৪.কৃষ্ণকলি – ৭.৪
৫.খড়কুটো – ৭.৩
৬.রানী রাসমণি – ৭.০
৭.শ্রীময়ী ও মহাপীঠ তারাপীঠ – ৬.৭
৮.গঙ্গারাম – ৬.৪
৯.বরণ – ৫.৯
১০.জীবন সাথী – ৫.৭

১১.গ্রামের রাণী বীণাপাণি – ৫.৬
১২.ফেলনা – ৫.১
১৩.কড়ি খেলা – ৫.০
১৪.রিমলি – ৪.৯
১৫.দেশের মাটি ও এই পথ যদি না শেষ হয় – ৪.৬
১৬.খেলাঘর – ৪.১
১৭.তিতলি – ৩.৬
১৮.রাধাকৃষ্ণ ও মোহর – ২.৪
১৯.কি করে বলবো তোমায় – ২.৫
২০.ওগো নিরুপমা ও ধ্রুবতারা – ২.৪
২১.মঙ্গলময়ী সন্তোষী মা – ১.৯
২২.সাঁঝের বাতি – ১.৭
২৩.জয় হনুমান – ১.২

লক ডাউনের মধ্যে মানুষ যে নাচের রিয়ালিটি শো বেশ উপভোগ করছে তার প্রমাণ হল দুই চ্যানেলে নাচের রিয়ালিটি শো। পাশাপাশি ষ্টার জলসায় রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ ও জী বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শো-এর দিক থেকে নিজেদের জায়গা ধরে রেখেছে।

রিয়্যালিটি শো

১.ড্যান্স বাংলা ড্যান্স – ৬.০
২.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৪.৮
৩.দিদি নাম্বার ওয়ান – ৪.০
৪.রান্নাঘর – ১.৭

Back to top button