‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে জিৎ ও গোবিন্দা পায়ে পা মিলিয়ে অসাধারণ লুঙ্গি ডান্স করে তাক লাগলেন দর্শকদের
বহু বছর থেকেই জী বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’ সকলের প্রিয় একটি শো হয়ে উঠেছে। তবে এবারের কম্পিটিশনে বয়সের কোনো সীমা নেই। আর তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ এসেছেন তাঁদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে। বহু প্রতিযোগী এসে এখন থেকেই নিজেদের খুঁজে পেয়েছেন। প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পেরেছেন এই শো-এর মাধ্যমে।
এবারে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে রয়েছে অনেক চমক বিচারকের আসনে রয়েছেন টলিউডের জগতের একজন প্রথম সারির অভিনেতা জিৎ। বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদেরকে। বাংলার দুই প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় চ্যানেল জি বাংলা ও ষ্টার জলসার মধ্যে দেখা যায় তুমুল লড়াই। বর্তমান ষ্টার জলসায় ‘ডান্স ডান্স জুনিয়র’ ও জী বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’।
এবার ‘ডান্স বাংলা ডান্স’ এর নতুন সিজনে বিচারকের ভূমিকায় রয়েছেন বলিউডের নাচের সুপারস্টার গোবিন্দা কে। তাই এবার নাচের মঞ্চে দেখা যাবে গোবিন্দা ও মিঠুনের তুমুল লড়াই।প্রসঙ্গত, মিঠুন ও গোবিন্দর মধ্যে নাচ নিয়ে ঠান্ডা লড়াই বহু বছর আগের।অনেকেই হয়তো জানেননা যে জীবনে ক্যারিয়ারের শুরু থেকে গোবিন্দা মিঠুন কে গুরু মানতেন। জীবনের প্রথম বড় ব্রেক পান মিঠুনের ত্যাগ করা সিনেমা ‘ইলজাম’ -এ অভিনয়ের মাধ্যমে। সেই সময় প্রযোজকের সাথে ‘ইলজাম’ সিনেমায় কাজ করা নিয়ে মিঠুনের ঝামেলা হয় মিঠুন সেই সিনেমার কাজ ছেড়ে দেওয়ায় প্রযোজক খুঁজতে থাকেন নতুন মুখ। তখন গোবিন্দা তার নাচের সিডি ওই প্রযোজকের কাছে পাঠিয়ে দিলে গোবিন্দার নাচে মুগ্ধ হয়ে প্রযোজক তাকে সুযোগ দেন তার সিনেমায়। সেই সময় থেকেই গোবিন্দর নাচ বেশি হিট হয়।
বর্তমান রমরমিয়ে চলছে ‘ডান্স বাংলা ডান্স’ এর এই শো। চলতি সপ্তাহের একটি পর্বে দেখা গেছে যে, জিৎ ও শুভশ্রীকে তাঁদের হিট সিনেমা ‘ বস’ এর ‘ঝিংকুনাকুড়’ গানে নাচতে দেখা যাচ্ছে। আর তারপর জিৎ ও গোবিন্দাকে কোন রকমে একটি লুঙ্গি পেচিয়ে ‘লুঙ্গি ডান্স’ গানে নাচতে দেখা যায়। আর সেই দেখে রীতিমতো হেসে লুটোপুটি খান শুভশ্রী। জিৎ এর মুখের এক্সপ্রেশন দেখে শুভশ্রী নিজের নাচ থামিয়ে খালি হেসেই চলেন। যা দেখে দর্শকরা রীতিমত মজা উপভোগ করেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি।