বিনোদন

সবচেয়ে বেশি বজ্রপাত হয় ‘ভারতীয় সিরিয়ালে’! পরীক্ষায় উঠে এলো এই চাঞ্চল্যকর প্রশ্ন

সব ঋতুর মাঝে যখন বর্ষা রিতু আসে তখন সকলের মাঝে একটি ভয় কাজ করে। কারণ বর্ষাকালে সবথেকে বেশি বজ্রপাত হয়। তাছাড়া এর মধ্যেই পশ্চিমবঙ্গে গত সোমবার বজ্রপাতে রাজ্যের পাঁচ জেলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার পাশাপাশি একটি পরীক্ষায় সেরকম একটি প্রশ্ন উঠে আসলো। প্রশ্নপত্রে প্রশ্ন ছিল, ‘সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় হয়?”

শুধু বর্ষাকালে বজ্রপাত তা কিন্তু নয় ভারতীয় সিরিয়ালেও প্রাধান্য পায় বজ্রপাত। ভারতীয় ধারাবাহিকে যেভাবে বিনা মেঘে বজ্রপাত হয় তা যেকোনো দেশের ধারাবাহিক বা সিনেমাকে হার মানাবে। সম্প্রতি এক সমীক্ষার প্রশ্নপত্রেও এমন উত্তর এসেছে, যা দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে- ‘সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় হয়’? চারটি অপশন দেওয়া হয়েছে, যেখান থেকে বেছে নিতে হবে উত্তর।

পরীক্ষার প্রশ্নপত্রের চারটি অপশনের মধ্যে বেঁচে নিতে হবে যেকোনো একটি উত্তর। চারটি অপশন হল ১)ভারতীয় সিরিয়ালে, ২)দ্বিতীয় গুলিস্তানে, ৩)রাজশাহীতে, এবং ৪) কোনোটিই নয়।নিয়মানুযায়ী বিকল্প উত্তরগুলোর মধ্যে পরীক্ষার্থীদের বেছে নিতে হবে সঠিক উত্তরটি। নেটনাগরিকদের একাংশ এই প্রশ্নের উত্তরে বেছে নেন ‘ভারতীয় ধারাবাহিকে’র অপশনটি। আর সেই কারণেই পরীক্ষার উত্তরে স্থান পেল ‘ভারতীয় সিরিয়ালে’।

ভারতীয় সিরিয়ালে এই বজ্রপাত বিষয়ে জানতে চাওয়া হলে ‘করুণাময়ী রানী রাসমণি’র পরিচালক রূপক দে বলেন,”ভারতীয় ধারাবাহিকে যে বজ্রপাত হয়, সেটা আমরা সকলেই দেখি। এমন নয় যে আমরা দেখি না। কিন্তু ভেবে দেখতে হবে, ভারতীয় টেলিভিশনে যদি নেটফ্লিক্সের মতো কাজ দেখানো হয়, তবে ভারতীয় সমাজ ও সংস্কৃতি সেই কাজের স্বীকৃতি দেবে না।” পরিচালক জানান, গল্পের নাটকীয়তা বাড়লেই বজ্রপাতের মতো আবহ শোনা যায়। শুধু তাই নয় হিন্দি ধারাবাহিকেও বজ্রপাতের আবহ বেশি ঘটানো হয়ে থাকে।

Back to top button