বিনোদন

‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে মহিলা আইপিএস অফিসার জিতে নিলেন কোটি টাকা

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি গেম শো হলো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)।এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে ১২ তম সিজনের সম্প্রচার।আর এবারেও এই শাওয়ার সঞ্চালকের ভূমিকায় আছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

অনুষ্ঠানটির আসর ইতিমধ্যেই জমে গেছে প্রথম এপিসোড থেকেই। ইতিমধ্যে দেখা পাওয়া গেছে এই সিজনের প্রথম কোটিপতি প্রতিযোগীর। ‘কেবিসি-১২’-এর প্রথম কোটিপতি হয়েছেন রাঁচির মেয়ে নাজিয়া নাসিম।

আর এবার এই সিজনের দ্বিতীয় কোটিপতির নাম জানা গেলো।‘কেবিসি-১২’এর দ্বিতীয় কোটিপতির নাম এক ঝলকে আগাম জানিয়ে দিয়েছে ভারতীয় গণমাধ্যম গুলো। আর তিনি হলেন মোহিতা শর্মা। আর তিনি হলেন এখন আইপিএস অফিসার। বর্তমানে জম্মু কাশ্মীর ক্যাডারে বারী ব্রাহ্মণায় (সাম্বা) সহকারী পুলিশ সুপার হিসাবে পদে রয়েছেন।

আর একজন আইপিএস অফিসার এবারের ‘কেবিসি -১২’-এ কিভাবে কোটিপতি হলেন তা দেখা গেলো এবারের ১৭ নভেম্বরের পর্বে। শুধু তাই নয় ১৭ তম পর্বে দেখানো হয়েছে এই নারী পুলিশকর্মকর্তার ব্যক্তিগত জীবন ও সংগ্রাম করে বেড়ে ওঠার বেশকিছু অংশ। সেই অংশে দেখানো হয়েছে মোহিতা শর্মা ২০১৭-ব্যাচের একজন আইপিএস অফিসার তার স্বামীও ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্মেন্টে কাজ করেন। ব্যক্তিগত জীবনের মোহিতা রান্না করতে ভালোবাসেন ,তেমনি সে গান গাইতেও ভালোবাসেন এর পাশাপাশি মোহিত বিভিন্ন জায়গায় ঘুরতেও ভালোবাসেন।

Back to top button