বিনোদন

আপনার সাইলেন্ট থাকা স্মার্টফোন খুঁজে পাবেন যে সহজ উপায়ে, জেনেনিন সেই সঠিক উপায়

স্মার্টফোন বাজারে আসার এক দশক হয়ে গেলো। দিন দিন স্মার্টফোন যেন হয়ে উঠছে আরও বেশি স্মার্ট । মানুষের এখন স্মার্টফোনের উপরে নির্ভরতা এতটাই বেড়ে গেছে যে এখন এই যন্ত্রটি ছাড়া একদিনও চলেনা। কিন্তু এই ফোন পিনাক সময় সাইলেন্ট মোড রাখলে খুঁজে পাওয়া যায়না। আর তখনি মনে শুরু হয়ে যায় বিরক্তির সূচনা। আর যদি মনে না থাকে ফোন টি কোথায় রেখেছেন তখন ফোন খুঁজে পাওয়া যায়না

তাই সাইলেন্ট মোড ফোন রাখলে যদি হারিয়ে যায় তা সহজে খুঁজে পাওয়ার সহজ উপায় জেনেনিন-

*প্রথমে অন্যকোনো স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।

*সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।

*তারপর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

*নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।

*এরপর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে ফোনের অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।

*এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।

আপনার ফোন যদি সেই সময় সাইলেনবৎ মোডেও থাকে তবুও আপনার ফোন বেজে উঠবে ফুল ভলিউমে। আপনি যতখননা ফোনটি খুঁজে পাচ্ছেন ততখানি ফোনটি বাজতেই থাকবে। তাই খুব সহজেই সেই আওয়াজ অনুসরণ করেই আপনি আপনার ফোনটি খুঁজে বের করুন খুব সহজভাবেই।

Back to top button