বিনোদন

মন্ত্রীর সাথে ডিনারের আমন্ত্রণে ‘না’ অভিনেত্রীর, তারপরেই আটকে গেলো শুটিং!

সিনেমার নায়িকাকে ‘ডিনারে’ আমন্ত্রণ করেছিলেন মন্ত্রী। আর সেই নিমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। ফলে রাতারাতি বন্ধ করে দেওয়া হলো সিনেমার শুটিং। আবার বিতর্কের শিরোনামে উঠে এলো মধ্যপ্রদেশ সরকার।

অভিযোগ উঠছে মধ্যপ্রদেশের এক মন্ত্রী বলিউড অভিনেত্রী বিদ্যা বালান কে মধ্যাহ্ন ভোজ অথবা নৈশ ভোজে আমন্ত্রণ পাঠিয়েছিলেন। কিন্তু সেই নিমন্ত্রণ রাখা সম্ভব নয় বলে জানিয়ে দেন বিদ্যা। আর তারপরেই বেঁধে যায় যত বিপত্তি। তবে ইতিমধ্যে মন্ত্রীর বিরুধ্যে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন অভিযুক্ত ওই মন্ত্রী।
মধ্যপ্রদেশে এইমুহূর্তে চলছে বলিউড নায়িকা বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার শুটিং। আর সেই সূত্রেই শুটিং নিয়েই বেশ কিছুদিন ধরেই ব্যস্ত আছেন ‘কাহানি’ ও ‘মিশন মঙ্গোল’ খ্যাত এই নায়িকা। জানা গেছে মধ্যপ্রদেশের একটি জঙ্গলে এই সিনেমার শুটিং হওয়ার কথা।

আর রুটিন মতো শুটিং করতে গেলেই আচমকা তাদের গাড়িকে বাধা দেওয়া হয় যদিও শুটিং করার অনুমতি আগে থেকেই নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ওই সিনেমার প্রোডাকশন হাউজ।

মধ্যপ্রদেশের বালাঘাটের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এই গাড়ি আটকে দেন। ফরেস্ট অফিসার জানিয়ে দেয় মাত্র দুটি গাড়ি নিয়ে যেতে পারবেন তারা। আর তারপরেই অভিযোগ উঠেছে যে মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিদ্যা বালানকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু বিদ্যা বালান সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন। আর তারপরেই ঘটে এই ঘটনা। আর এই শুটিং বন্ধের ঘটনার পেছনে মন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

Back to top button