বিনোদন

“মদ খেলে বা কারোর সঙ্গে শুলে কি অপরাধ?”-বাংলাদেশী অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন

সম্প্রতি কিছুদিন আগেই বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পরীমনি কে বিপুল পরিমাণ ওয়াইন, মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় ৪ দিনের জন্য পুলিশিরিমান্ডে আছেন। তবে পরিমনির গ্রেফতারির বিষয় নিয়ে গর্জে ওঠেন বিতর্কটা বাংলাদেশী লেখিকা তাসলিমা নাসরিন।

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একাউন্টে পরিমনির নাম উল্লেখ করেই বাংলাদেশের সরকারকে কোতানস করে লিখেছেন ‘বাড়িতে মদ থাকার জন্য বাংলাদেশের মেয়েদের গ্রেফতার করা হচ্ছে।’ তিনি লম্বা এক কটাক্ষ ভরা মন্তব্য লিখেছেন সোশ্যাল মিডিয়ায়।

তিনি লিখেছেন ” ১, পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরীমণি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গেছে। ২, তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে। ৩, তার বাড়িতে একখানা মিনি বার আছে। ৪, পরীমণি মদ্যপান করে, এখন সে মদে আসক্ত। ৫, নজরুল ইসলাম নামের এক প্রযোজক, যে তাকে সাহায্য করেছিল সিনেমায় নামতে, মাঝেমধ্যে পরীমণির বাড়িতে আসে, মদ্যপান করে। ৬, ডিজে পার্টি হতো পরীমণির বাড়িতে। ৭, আইস সহ মাদকদ্রব্য পাওয়া গেছে (এগুলোর চেহারা অবশ্য দেখানো হয়নি)। ৮, মদ খাওয়ার বা সংগ্রহ করার লাইসেন্স আছে পরীমণির, তবে তার মেয়াদ পার হয়ে গেছে, এখনও রিনিউ করেনি সে। তারপর আরো কিছু খবর দেখলাম, পরীমণি পর্নো ছবির সঙ্গে যুক্ত ছিল। না, এটিরও প্রমাণ কিছু দেখানো হয়নি।”

বিতর্কিত এই লেখিকা যায় লিখেছেন ”মদ খাওয়া, মদ রাখা, ঘরে মিনিবার থাকা কোনওটিই অপরাধ নয়। বাড়িতে বন্ধু বান্ধব আসা, এক সঙ্গে মদ্যপান করা অপরাধ নয়। বাড়িতে ডিজে পার্টি করা অপরাধ নয়। কারও সাহায্য নিয়ে সিনেমায় নামা অপরাধ নয়। কারো সাহায্যে মডেলিং এ চান্স পাওয়া অপরাধ নয়। কোনও উত্তেজক বড়ি যদি সে নিজে খায় অপরাধ নয়। ন্যাংটো হয়ে ছবি তোলাও অপরাধ নয়। লাইসেন্স রিনিউ-এ দেরি হওয়াও তো অপরাধ নয়। পরীমণি নাকি একাধিক বিয়ে করেছে, সেটিও কোনও অপরাধ নয়।” তাসলিমার প্রশ্ন, ”অপরাধ তবে কোথায়? যে অপরাধের জন্য দামি গ্লেনফিডিশ হুইস্কিগুলো বাজেয়াপ্ত করা হলো, মেয়েটাকে গ্রেফতার করা হলো, রিমাণ্ডে নেওয়া হলো!”

Back to top button