বিনোদন

বিয়ের জন্য প্রস্তুত স্বস্তিকা, কিন্তু বর কোথায়? নেটদুনিয়ায় ভাইরাল ছবি

টালিউডের গণ্ডি পার হয়ে বলিউডেও নিজের অবস্থান শক্ত করেছেন স্বস্তিকা মুখার্জি। সেখানে তার ভক্ত অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন এই স্বস্তিকা। তবে এবার জানালেন, বিয়ের জন্য প্রস্তুত থাকলেও বর খুঁজে পাচ্ছেন না তিনি।
মাথা ভর্তি সিঁদুর, বধুবেশে এক ফটোশুটে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর এতেই বুঁদ নেটিজেনরা। সোশ্যালে ফটোশুটের সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিয়ের প্রস্তুতির জন্য ফুল মার্কস। কিন্তু বর কোথায়?’

সংবাদমাধ্যম টিভি নাইনের খবর অনুযায়ী, জীবনে অনেক প্রেম এসেছে স্বস্তিকার। আবার সেসব সম্পর্ক ভেঙেও গেছে। তবে এসব নিয়ে কখনো লুকোচুড়ি করেননি তিনি। সবসময় সোজসাপটা কথা বলেছেন অভিনেত্রী।

সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে অল্প বয়সে বিয়ে হয়েছিল তার। কিন্তু বিয়ের কিছু সময়ের মধ্যেই আলাদা হয়ে যান তারা। এ সংসারে একটি সন্তানও রয়েছে তাদের। মেয়ে অন্বেষা মায়ের কাছে থাকেন। তবে চল্লিশ পার হওয়া এ অভিনেত্রী এখন কেন বলছেন, ‘বর কোথায়?’

টালি তারকার এ প্রশ্নের জবাব অবশ্য নেটিজেনরাই দিয়েছেন। একজন লিখেছেন, ‘বর তো বর্বর না। না এলেই ভালো।’ আর একজন লিখেছেন, ‘লাগবে না, তুমি একাই একশো।’

Back to top button