পর্দায় আসছে সানি লিওনের ‘কামসূত্র’, একতা কাপুরের ওয়েবসিরিজে থাকবে চমক !
প্রাক্তন পর্ন তারকা ও বলিউডের জনপ্রিয় নায়িকা সানি লিওন তার ফ্যানেদের জন্য নিয়ে আস্তে চলেছে নতুন চমক। জানা গেছে সানি লিওন ফের আসছেন সেক্সি ইমেজে নতুন ওয়েবসিরিজের মাধ্যেমে। একতা কাপুর প্রযোজিত ‘কামসূত্র’ নামক ওয়েবসিরিজে দেখা যাবে তাকে।
বিনোদন মূলক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী একতা কাপুরের নতুন ওয়েবসিরিজে দেখা যাবে এই প্রাক্তন পর্ন তারকাকে। ইতিমধ্যে প্রযোজক সংস্থার সাথে হয়ে গেছে প্রাথমিক আলোচনা। একতা কাপুরের ঘনিষ্ট সূত্রের খবর অনুযায়ী একতা নিজেই সানি লিওনকে নেওয়ার জন্য মত দিয়েছেন।
‘কামসূত্র’ হলো প্রাচীন ভারতীয় পন্ডিত মল্লনাগ বাৎসায়নের লেখা একটি সংস্কৃত সাহিত্য। আর সেই বই অনুসরণ করেই একতা বানাতে চান তার এই নতুন ওয়েবসিরিজ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে এই কাব্য অনুসরণ করেই নির্মিত হয়েছিল মিরা নায়ারের ‘কামসূত্র: আ টেল অব লাভ’। আর সেই সিনেমাটি অন্য দেশে মুক্তি লাভ করলেও ভারত ও পাকিস্তানের সেন্সর বোর্ড সেই সিনেমা মুক্তির অনুমতি দেয়নি। এবার সেই কাব্য অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েবসিরিজ।