বিনোদন

আত্মহত্যা নাকি খুন! সুশান্ত মৃত্যুর তদন্ত নিয়ে যা জানালো সিবিআই

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কাঁদিয়েছে সারা বিশ্বের বিনোদন জগতের মানুষদের। খুব কম বয়স আর অল্প সময়ের মধ্যেই বলিউডে হয়ে যায় এক নক্ষত্রের পতন। তিনি তার ফ্যানেদের মাঝে রেখে গেছেন হাজার প্রশ্ন । কারণ তার মৃত্যু স্বাভাবিক ভাবে হয়নি। তিনি আত্মহত্যা করেছেন। আর তারপর থেকেই তার ফ্যান ও সিনেমা প্রেমীদের মনে প্রশ্ন সত্যি কি সুশান্ত আত্মহত্যা করেছেন।

সম্প্রতি সিবিআই সুশান্ত সিং রাজপুতের পরিবারকে জানিয়েছে যে সুশান্ত কে বিষ বা শ্বাসরোধ করে খুন করার বিষয়টি ভুল। তবে কেন সুশান্ত আত্মহত্যা করলো সেই বিষয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। আর এখন তাই সকলেই সিবিআইয়ের উপরে রাখছে তাদের শেষ ভরসা।

এই প্রসঙ্গে সিনিয়র আইনজীবী রিজওয়ান মার্চেন্ট বলেছেন, “ সবই এখন সিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের উপর নির্ভর করছেন। সিবিআই আদালতের কাছে তদন্তের অগ্রগতির কোনো তথ্যই এখন পর্যন্ত প্রকাশ করেননি, তাই এ ব্যাপারে অনুমান করাও সম্ভব নয়।”

অপরদিকে ভারতীয় এক আইন বিশেষজ্ঞ মাজেদ মেমোম বলেছেন, “প্রথমদিকে যারা সুশান্তের পরিবারের সঙ্গে দাঁড়িয়েছিলেন তারা অভিযোগ করেছিলেন যে মুম্বাই পুলিশ এই মামলাটি সন্তোষজনকভাবে তদন্ত করছে না এবং কিছু গুরুত্বপূর্ণ লোককে রক্ষা করার চেষ্টা করছে। ফলে মামলাটি সিবিআইকে হস্তান্তর করা হয়। এখন তাদের অভিযোগ পুরো ব্যাপারটির মধ্যে রাজনীতি খেলা করছে। তাইতো সিবিআই একমাস ধরে তদন্ত করার পরও কোনো ফলাফল দিতে পারেনি। এখন প্রয়াত অভিনেতা সুশান্তের পরিবার সিবিআই-তেও বিশ্বাস হারিয়ে ফেলছে।”

তবে এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু একটি আত্মহত্যার মামলা হিসেবেই রয়ে গেছে।

Back to top button