বিনোদন

সৌমিত্র চ্যাটার্জির অবস্থা এখন স্থিতিশীল, তবে করোনায় আক্রান্ত হলেন কুমার শানু

করোনা ভাইরাসের আক্রমণের শিকার হলেন ভারতের জনপ্রিয় গায়ক কুমার শানু।কিছুদিন আগে জ্বর আসার কারণে করোনা টেস্ট কোরান কুমার শানু। আর তার সেই টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট পজিটিভ আসার পর তার ফ্যান পেজে লেখা হয়েছে ‘দুর্ভাগ্যজনকভাবে করোনা পজিটিভ শানু দা। তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন।’

চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন কুমার শানু। এখন তিনি সপরিবারে আছেন আমেরিকাতে। কিছুদিন আগেই তিনি একটি রিয়ালিটি শো এর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় চ্যানেলে।

টলিউডে সৌমিত্র চ্যাটার্জির পর এবার করোনা আক্রান্ত হলেন কুমার শানু। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এখন সুস্থ হওয়ার পথে। ডাক্তাররা জানিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। বুধবার তার নতুন করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। কোরোনাকে হারিয়ে দিয়েছেন ৮৫ বছরের এই বর্ষীয়ান অভিনেতা।

অপরদিকে বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩,৭২০ জন৷ বুধবার ছিল ৩,৬৭৭ জন৷ সব মিলিয়ে বাংলায় আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৪১৭ জন৷গত ২৪ ঘন্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার ছিল ৬৪ জন৷ তুলনামূলক কিছুটা কমল দৈনিক মৃতের সংখ্যা৷ তবে এই পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫,৮৭০ জন৷

Back to top button