বিনোদন

করোনা আক্রান্ত হয়েও পাশে থাকার আশ্বাস দিলেন ‘সোনু সুদ’,‘আমি সর্বদা তোমাদের পাশে আছি’!

ফের হানা দিচ্ছে করোনা। ভারতের বুকেও আছড়ে পড়ছে কারণের দ্বিতীয় ঢেউ। বেশ কিছুদিন ধরেই একের পর এক করোনা আক্রান্তের খবর মিলছে, যার রেশ বি-টাউনেও পৌঁছেছে। বলিউড সুপারস্টাররাও একে একে কারণ আক্রান্ত হয়ে পড়ছেন। আমির খান, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, অর্জুন-মালাইকা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর, গোবিন্দাসহ একাধিক অভিনেতা ইতিমধ্যেই কারণের কবলে পড়েছেন। গত বছর এই মরণ ভাইরাস অনেক বয়স্ক অভিনেতার জীবন কেড়ে নিয়েছি। অবশেষে আবার কারণের কবলে পড়লেন দেশের রবিনহুড ‘সোনু সুদ’।

অনুরাগীরা এই কম বয়সী অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। অভিনেতা সোনু সুদ আপাতত হোম আইসোলেশন এ রয়েছেন। সেদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন সোনু সুদ। তিনি পোস্টে লিখেছেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই আজ সকালে আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। সমস্ত সচেতনতা বিধি মেনে ইতিমধ্যে আমি নিজেকে নিভৃতবাসে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না এটি আপনার সমস্যাগুলি সমাধান করার জন্য আমাকে যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন, ‘আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি’।

অনুরাগীরা চিন্তিত হলেও অভিনেতা নিজে অনুরাগীদের আস্বস্ত করে জানিয়েছেন, ‘তাঁর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। তবে মেজাজ এবং সাহস দুটোই কিন্তু আরো বেশি পজেটিভ’। সোনু সুদ সবসময়ই দুস্থ মানুষদের পাশে থাকেন, তা তিনি গত বছর লকডাউন এ প্রমান করে দিয়েছেন। সাধারণ মানুষ তাকে গড ফাদার মনে করেন। খারাপ পরিস্থিতিতে তিনিই সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন রিয়াল হিরো।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Sood (@sonu_sood)

কিছুদিন আগেই সোনু সুদকে একটি বিশাল বড় সম্বর্ধনা দিয়েছে ভারত সরকার। আস্তো একটি বিমানের গায়ে সোনু সুদের প্রতিকৃতি এঁকে প্লেনের গায়েই লেখা হয়েছিল যে, “A salute to the savious sonu Sood” অর্থাৎ রক্ষাকর্তা সোনু সুদকে স্যালুট। হয়তো বা গ্ল্যামার, খ্যাতিতে তিনি প্রথম সারিতে নেই, কিন্তু আমজনতার পাশে থাকার অঙ্গীকার সবাই কি দিতে পারে, যা শুধু একমাত্র সোনু সুদই পারে। এছাড়া দিন কয়েক আগেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন সোনু। পঞ্জাব সরকারের তরফ থেকে তাঁকে করোনা ভ্যাকসিন কর্মসূচির ব্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছিল। এসবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু এরই মধ্যে অভিনেতা করোনার কবলে পরে যান।

Back to top button