বিনোদন

Ranu Mondal: নিখুঁত উচ্চারণ ও অসাধারণ সুরে ‘মানিকে মাগে হিথে’ গাইলেন রানু মণ্ডল, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় গত বছর রানাঘাটের একজন বয়স্ক মহিলা যিনি স্টেশনে ভিক্ষে করে নিজের জীবন যাপন করতেন। তার গানের গলা খুব ভালো যার জন্য একটি গান গেয়ে রাতারাতি ষ্টার হয়ে গিয়েছিলেন। অতীন্দ্র নামে এক ভদ্রলোক নিজের মোবাইল থেকে ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের একটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল করলেন যার জন্য তিনি রাতারাতি ষ্টার হয়ে গেলেন ও তার দুর্ব্যবহারের জন্য আবার রাতারাতি আগের জায়গাতেই ফিরে আসলেন।

রানাঘাটে থাকতেন তিনি। তারপরেই রানাঘাট থেকে পাড়ি দেন সরাসরি বলিউডে। রীতিমতো তারকার সম্মান পেয়েছিলেন এই রানু মন্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন রানু। পরে একটি সাক্ষাৎকারে এই অতীন্দ্রকে ‘ভগবানের চাকর’ বলেন। এতেই প্রকাশ পে তার অহংকার। যার হাত ধরেই এতো সম্মান লাভ করলো এই লতাকন্ঠী তাকেই শেষে ভুলে গেলেন।

যিনি রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি গতবছর লকডাউনের সময় রানাঘাটের একটি ভাড়াবাড়িতে ছিলেন কিন্তু বর্তমানে তিনি কেমন আছেন? তিনি রানাঘাটের এক চার্চের পাশে একটি বাড়িতে এখন থাকেন রানু। আগের দিনের ভাত বেচে থাকলে ফের ফুঁটিয়ে খান পরের দিন। আবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন তিনি এই পরিস্থিতিতে ঘরের মধ্যে রয়েছেন। সবটাই ভগবানের দান হিসেবে মেনে নিয়েছেন।ভাগ্যের কি খেলা। নাম হওয়ার পরে রাতারাতি রানু একসময় পুরোনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু পরে করোনা অবহেও আবার তাকে আগের জায়গাতেই ফিরে আসতে হয়। অভাবে পরে আবার স্টেশনে ফিরে যান রানু মণ্ডল।

দু’বছর আগে তাঁর সম্বল ছিল লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নগমা হ্যায়’। এ বার ইওহানি ডি’সিলভার গাওয়া জনপ্রিয় সিংহলী গান ‘মানিকে মাগে হিথে’। গত বার তিনি সাদামাঠা নীল শাড়ি পরে রেলওয়ে স্টেশনে বসে গান গেয়ে‌ছিলেন। এ বার তিনি লাল টি-শার্ট পরে গাইলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শ্রীলংকান সেই গান। তার কণ্ঠের সুর ও নিখুঁত উচ্চারণের প্রশংসা করেছে নেটিজেনরা।

Back to top button