বিনোদন

১৯ দিনের শিশুর হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করালেন রাজ, দিলেন সমালোচনার জবাব

সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড চলছে তারকাদের নিয়ে। আর এতে সবথেকে বেশি আক্রান্ত হচ্চ্ছেন রাজনৈতিক দলের তারকা প্রার্থীরা। আর এবার তৃণমূলের তারকা প্রার্থী রাজ্ চক্রবর্তী শুক্রবার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে সমালোচকদের জবাব দিলেন পরিচালক। তিনি সেই ছবি পোস্ট করার পরেও হন সমালোচনার শিকার।

এরপর রাজ্ চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেছেন ‘আমি যখন খবর পাই তখন শিশুটিকে অক্সিজেন দিয়ে রাস্তায় বসে ছিল ওর পরিবার। কোভিড রোগীর সংখ্যা বেশি থাকায় আরএন টেগোরের সঙ্গে যোগাযোগ করেও কোনও উপকার হয়নি। তারপর ওকে নারায়ণীতে নিয়ে যাওয়া হয়। আপাতত আইসিইউতে আছে। শিশুটির হার্টের কিছু সমস্যা আছে। শিশুটির পরিবার ও ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। অনেকটাই স্থিতিশীল বাচ্চাটি। ’

সেই সাথে রাজ্ চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ‘একটি ১৯ দিনের শিশু। হার্টের সমস্যা রয়েছে। গত তিন দিন ধরে তার বাবা-মা রাস্তায় ঘুরছেন বেডের জন্যে। কোন জায়গায় নেওয়া হচ্ছিল না। যখন জানতে পারি, ওনাদের ট্রেস করে হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে চেষ্টা করে কোনো ভাবে হাওড়ার নারায়ণী হাসপাতালে ভর্তি করতে পেরেছি।’

যেহেতু ওই শিশুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাই শিশুটির চিকিৎসায় প্রয়োজন হবে অনেক টাকা। তাই রাজ্ চক্রবর্তী তার ফলোয়ার্সদের অনুরোধ করে লিখেছেন ‘কিন্তু সেখানকার দৈনিক খরচ ওনাদের সাধ্য ও ক্ষমতার বাইরে। কেউ যদি এই পরিস্থিতিতে ওনাদের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসতে চান…’সেই সাথে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই পরিবারের কর্তার ফোন নাম্বার।

Back to top button