বিনোদন

Parimani: ‘আমার নিজের ফোন থেকেই ব্যক্তিগত ভিডিও ফাঁস করা হয়েছে’,-দাবি পরীমনির

বিতর্কের শিরোনামে বাংলাদেশের নায়িকা পরীমণি (Porimoni)। অগস্ট মাসের গোড়ার দিকে মাদককান্ডে গ্রেফতার হয়েছিলেন পরীমণি। কয়েক সপ্তাহ জেলে থাকার পর 31 শে অগস্ট জামিন পেলেন তিনি। তবে এদিন কোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও সন্ধ্যা অবধি কাগজপত্র তৈরি না হওয়ায় জেল থেকে ছাড়া পাননি পরীমণি। ফলে পয়লা সেপ্টেম্বর তাঁর জামিন মঞ্জুর হয় ও জেলের বাইরে আসেন তিনি। যতদিন পরীমণি জেলে ছিলেন, তাঁকে নিয়ে ট্রোলে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। জেল থেকে ছাড়া পেয়েই ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন পরীমণি।

জেল থেকে বেরোনোর সময় তাঁর পরনে ছিল সাদা ওড়নার ব্যান্দানা, সাদা টি-শার্ট ও চোখে সানগ্লাস। হুডখোলা গাড়িতে চড়ে হাসিমুখে পরীমণি হাত নাড়ছিলেন উচ্ছ্বসিত অনুরাগীদের উদ্দেশ্যে। কিন্তু হাতে মেহেন্দি দিয়ে ইংরাজিতে সাফ লেখা ছিল কয়েকটি শব্দ “ডোন্ট লাভ মি, আই অ্যাম আ বিচ”। তা ধরা পড়ে গেল সাংবাদিকদের ক্যামেরায়। পরীমণি যেন বুঝিয়ে দিলেন, আজও তিনি কোনো ট্রোলারকে পাত্তা দেন না। কোনো সমালোচনার ধার ধারেন না।

কারাগার থেকে বাড়ি ফিরেই ধাক্কা খেলেন পরীমনি। জানতে পারলেন, তাকে জানানো হয়েছে বনানীর সেই বাড়িতাঁকে ছেড়ে দিতে হবে।পরীমনি বললেন, ‘কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?’

সেই সাথে জনপ্রিয় এই অভিনেত্রী আরো বলেন ‘অবশ্যই আমি তাদেরকে চিনে ফেলেছি। তাদের অন্তরে ভালোবাসা নেই। তারা মুখে মুখে বলে- লাভ ইউ। তাদের বলেছি, ভালোবাসা দরকার নেই। তারা যেদিন বিপদে পড়বে, বুঝবে। যাদের নিয়ে গলায় গলায় থাকা, একপ্লেটে খাওয়া কই তারা? আমি চলে এসেছি। তারা এখন আবার ওয়েলকাম বলছে। আমি চিনেছি কারা শত্রু, কারা মিত্র।’

তিনি বলেন, ‘আমার ফোন, গাড়ি সব সিআইডিতেই আছে। যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলো ওই ফোনেই ছিল। আমার ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অধিকার কারো নেই। তাও আমার ফোন থেকে।’‘চোখের সামনে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি বলব না? আরে আমাকে যখন এখান (বাসা) থেকে নেয়, তখন আমি জানি নাকি যে, আমাকে গ্রেফতারের জন্য নেয়! কত নাটক করে আমাকে এখান থেকে নিল। বলল, জাস্ট অফিসে যাবেন, কথা বলবেন, চলে আসবেন। ওমা, পরদিন দেখি পরীমনি গ্রেফতার। আমি বুঝলাম না কিসের জন্য।’

Back to top button