বিনোদন

গর্ভবতী পূজার পেটে স্বামীর আদরের চুমু, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই মাতলেন তার বেবি শাওয়ারের অনুষ্ঠানে। আর ঐদিন কেটেছেন রং বেরঙের কেক। তার নিজের আত্মীয়দের সাথেই পালন করেন বেবি শাওয়ার। আর এবার সেই ছবি ভাইরাল হলো নেট দুনিয়াতে চলুন দেখে নেই সেই ছবি গুলি –

 

 

 

পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মার প্রেম কাহিনী শুরু হয়েছিল ‘তুঝ সং প্রীত লাগাই সাজনা’ সিরিয়াল থেকে। প্রায় ৯ বছরের বেশি সময় ধরে ছিল তাদের প্রেমের সম্পর্ক। এরপর ২০১৭ তে বাগদান তারপর ২০২০ তে বিয়ের কথা থাকলেও তা লকডাউনের কারণে হয়ে ওঠেনি। আর তারপর পরেই তারা দিয়ে দেন সুখবর। এখন উভয় মিলেই উপভোগ করছে প্রেগন্যান্সির সময়টা একদম হলুদ ফ্রকে মিষ্টি পূজা তাঁর বেবি বাম্প নিয়ে বসে আছেন আর কুণাল পূজার আসন্ন বেবির শরীরে চুম্বন দিয়ে আদর জানাচ্ছেন। রইল সেই মিষ্টি ছবি।

 

View this post on Instagram

 

📷 @bbhupi25 Edited by @sumit.productions Makeup @ritoo_k_jenjani

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

Back to top button