বিনোদন

জনপ্রিয় যমজ বোন চিঙ্কি-মিঙ্কি, মিনিস্কার্ট ও সাহসী পোশাকে করলেন দুর্দান্ত নাচ, ভাইরাল ভিডিও

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

টেলিভিশনের জনপ্রিয় শো ‘দা কপিল শর্মা শো’ এর জনপ্রিয় দুই যমজ বোন সুরভী ও সমৃদ্ধিকে সকলেই চেনে চিঙ্কি -মিংকি নামে। তাদের দুজনের মজাদার পারফরম্যান্স দেখে হেসেই লুটোপুটি খান দর্শকরা। তাদের দুজনের চেহারার এতো মিল যে মানুষ অবাক হয়ে যায় তাদের দুজনকে দেখে। শুধু মুখী নয় তাদের দুজনের ফিগারও প্রায় একই রকম। টিভির পর্দা ছাড়াও দুইবোন সক্রিয় থাকেন ইনস্টাগ্রামেও। তাদের শেয়ার করা বিভিন্ন ছবি ও নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Back to top button