বিনোদন

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’-র পরিচালক এখন রাস্তায় রাস্তায় বিক্রি করেন সবজি

রামবৃক্ষ গৌড় একজন বলিউড ও ভোজপুরি সিনেমা জগতের পরিচিত নাম। রামবৃক্ষ গৌড় হলেন একসময়ের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বালিকাবধূ’-র পরিচালক। যাহ্রাও তিনি আরও অনেক জনপ্রিয় সিনেমার পরিচালক ছিলেন। তবে করোনা কালে তিনি কাজ না থাকায় হয়ে পড়েছেন বেকার। করোনা মহামারী শুরু হবার পর তিনি তার জমানো অর্থ খরচ করে চালাতে থাকেন সংসার। কিন্তু এভাবে কি আর চালানো সম্ভব! তাই তিনি বাধ্য হয়েই বেছে নিয়েছেন সবজি বিক্রির পেশা।

জনপ্রিয় সিরিয়ালের পরিচালক রামবৃক্ষের বাড়ি উত্তর প্রদেশের আজমগড়ের ফারবাদ এলাকায়। তিনি তার এক সাহিত্যিক বন্ধুর হাত ধরে মুম্বাই পারি দেন ২০০২ সালে। প্রথম প্রথম তিনি কাজ করতেন লাইন ইউনিটে। তারপর ধীরে ধীরে তার হাতেখড়ি হয় পরিচালনার কাজে।

এরপর তিনি অনেক জনপ্রিয় টিভি সিরিয়ালের ইউনিট ডিরেক্টর হিসেবে কাজ করেন। তার মধ্যে অন্যতম হলো ‘বালিকাবধূ’। নিজের যোগ্যতায় তিনি কাজ পেয়েছেন একাধিক। তিনি কোনও সুযোগের হাত ছাড়া করেননি। বলিউডের সুনীল শেট্টি ও রণদীপ হুদার মতো জনপ্রিয় তারকাদের সাথেও কাজ করেছেন রামবৃক্ষ।

তারপর তার কাজের সুযোগ হয় ভোজপুরি সিনেমাতে। তিনি সেখানেও বিস্তার করেন তার কাজের পরিধি। তার নিজের যোগ্যতায় তৈরী করা মসৃন পথে বাধা হয়ে আসে করোনা। ভারত জুড়ে লকডাউন চালু হওয়ার কারণে বন্ধ হয়ে যায় সমস্ত সিরিয়াল ও সিনেমার শুটিং। তাই কাজ বন্ধ করে রামবৃক্ষ ফিরে যান তার নিজের বাড়িতে।

কিছুদিন বাড়িতে বসেই জমানো টাকা খরচ করার পর। এখন আর হাতে বসে খাওয়ার মতো কোনো টাকা নেই। তাই উপার্জনের জন্যই তিনি এখন ভ্যানে করে সবজি বিক্রি করেন। তিনি তার এই নতুন পেশা সম্পর্কে বলেন ‘এখন এই কাজ করেই আমি রোজগার করছি।আমার কাছে কোনো কাজই ছোট বড় নয়। পরে সুযোগ হলে আবার সিনেমার কাজ করব।’

Back to top button