ভয়াবহ দুর্ঘটনার কবলে জনপ্রিয় টেলি অভিনেত্রী স্নেহাল রাই
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্নেহাল রাই। তবে প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেত্রী ও তার গাড়িচালক। মুম্বাই থেকে পুণে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
খবরে জানানো হয়, মুম্বাই থেকে পুণের পথে যাচ্ছিলেন অভিনেত্রী। এসময় অভিনেত্রীর গাড়িকে চাপা দেয় একটি ট্রাক। তবে ড্রাইভার ভয় না পেয়ে তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে প্রাণ রক্ষা করেন। এর ফলে গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বাঁচেন স্নেহাল ও তার গাড়িচালক।
স্নেহাল রাই বলেন, ‘কীভাবে কী ঘটল, তা এখনও যেন ঠিক বুঝে উঠতে পারছি না। চালকের উপস্থিত বুদ্ধি, আর সাহসের কারণেই এ যাত্রায় বেঁচে গিয়েছি।’
অভিনেত্রী জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে বরঘট থানার পুলিশ পৌঁছে যায়। তবে তিনি ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ করতে পারেননি, কারণ পুলিশ আসার আগেই সে পালিয়ে যায়। আর ওই ট্রাক সম্পর্কে কোনও তথ্য ছিল না অভিনেত্রীর কাছে।
প্রসঙ্গত, ‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’ এবং ‘ভিশ’ এর মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন স্নেহাল। আর তাই টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ তিনি।