বিনোদন

মা লক্ষ্মীর আরাধনায় মাতলেন জনপ্রিয় রাই কিশোরী অদিতি মুন্সী, দেখেনিন তার পুজোর অ্যালবাম

করোনা আতঙ্কে এবছর যেমন দূর্গা পুজো ছিল ফিকে তেমনি এবার আড়ম্বরহীন ভাবেই হলো লক্ষ্মী পুজো। বাংলার ঘরে ঘরে এবার লক্ষ্মী পুজো শুরু হয়েছে ৩০ শে অক্টোবর থেকে। অনেকেই আবার পুজো করেছেন ৩১ অক্টোবর। গ্রাম বাংলার প্রত্যেক ঘরে হয়েছে মা লক্ষ্মীর আরাধনা। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি সকলেই বাড়িতে করেছেন মা লক্ষ্মীর আরাধনা। আর বাকি সব বিষয়ের মতো সেলেব্রিটিদের লক্ষীপুজো যেন একটি বিশেষ বিষয়।

সকলের মতো এই বছরেও জনপ্রিয় কীর্তনশিল্পী রাই কিশোরী বাড়িতে করেছেন লক্ষ্মী পুজোর আয়োজন। প্রতি বছর বাড়িতে আড়ম্বর পূর্ণ ভাবে লক্ষ্মী দেবীর আরাধনা করা হলেও এই বছর লক্ষী দেবীর পুজো হয়েছে ঘরোয়া ভাবেই। গত বছরের মতো বহু লোকের সমাগম এই বছর বাড়িতে করা হয়নি।

অদিতি মুন্সী আরও জানিয়েছেন যে প্রতি বছর তার শাশুড়ি মা তাকেই দায়িত্ব দেন লক্ষ্মী পুজো করার জন্য। জনপ্রিয় কীর্তন শিল্পী আরো জানিয়েছেন যে প্রতিবার মা লক্ষ্মীকে লালা শাড়ি দিয়ে সাজানো হলেও এবার একটু অন্যরকম শাড়ি পরিয়ে সাজানো হয়েছে। আর মা লক্ষ্মীর ভোগ তিনি রান্না করেছেন নিজের হাতেই। সেই সাথে তিনি আরও জানালেন যে তার বাবার বাড়িতে হতোনা কোনও চালের ভোগ তবে শশুরবাড়িতে তাদের চালের ভোগ হয় তাই তিনি নিজেই রান্না করেছেন ভোগের প্রসাদ।

 

View this post on Instagram

 

#mahanabami #nabaratri #dugapuja2020 #puja #celebration #withfamily #happyhour #aditimunshi #staysafe #stayhome

A post shared by Aditi Munshi (@official_aditimunshi) on

 

View this post on Instagram

 

কোজাগরীর আরাধনায়… 🥰🙏🏻🌼 #Laxmipujo2020 #Goddess #Festivemood #Happyme

A post shared by Aditi Munshi (@official_aditimunshi) on

 

View this post on Instagram

 

কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা ♥ #LaxmiPujo2020

A post shared by Aditi Munshi (@official_aditimunshi) on

Back to top button