বিয়ের আগে বান্ধবীর সাথে জনপ্রিয় অভিনেত্রীর তুমুল নাচ, মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মঙ্গলবার সন্ধ্যায় গায়িকা ইমন ও সঙ্গীত পরিচালক নীলাঞ্জনের বিয়ের আসর বসেছে। তাদের বিয়ের পুরো অনুষ্ঠানটাই বাঙালি রীতি নীতি মেনেই করা হয়েছে। বিয়ের সময় ইমন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা লাল রঙের বেনারসি শাড়ি ও পুরো শরীর জুড়ে সোনার গহনা পরে সেজেছেন। আর অন্যদিকে নীলাঞ্জনের পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি।
এদিকে ৩ ফেব্রুয়ারি আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ওম ও মিমি দত্ত। গত কাল ছিল মিমির মেহেন্দি অনুষ্ঠান। যেখানে টলিপাড়ার অনেকে সেলেবই উপস্থিত ছিলেন। তবে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী মিমির সব থেকে প্রিয় বন্ধু দেবপর্ণা। দেবপর্নাও একজন খুব ভালো অভিনেত্রী । তিনি ২০১৯-এর শেষের দিকে শুভ্রজ্যোতি পালচৌধুরীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ।
দেবপর্ণা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। তাই তো একটি ভিডিও শেয়ার করে ফেললেন সোশ্যাল মিডিয়ায় । ভিডিও দেখেই মনে হচ্ছে এটা মিমি ও ওমের বিয়ের মণ্ডপ। যেখানে ছাতা ও নানা কিছু দিয়ে সাজানো হয়েছে । আর ওই বিয়ের মণ্ডপের সামনেই ঘটে এক কান্ড।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল পাঞ্জাবি পরে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন দেবপর্ণার স্বামী শুভ্রজ্যোতি। এরপর চোখে সানগ্লাস ও ঘাগড়া পরে দূর থেকে ছুতে এসে স্বামীকে জড়িয়ে ধরে ছাতার আড়াল টেনে খেলেন চুমু। সে সময় গান বাজছিল, ” কয়ি দেখ না লে হামে এহা, চলো ঘুমকে আয়ে হাম’। এই ভিডিও শেয়ার করে দেবপর্ণা লিখেছেন, ‘ওম-মিমির মেহেন্দি সেরেমনি।’
আর এবার ভাইরাল হলো আরও একটি ভিডিও জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে বান্ধবীর সাথে সেরে ফেললেন নাচের রিহার্সাল। সেই ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
View this post on Instagram