হ্যাপি ‘করওয়া চৌথ’মাই লাভ, স্বামীকে ঠোঁটে চুম্বন করে বিদেশী কায়দায় শুভেচ্ছা জানালেন পূজা ব্যানার্জি

দেখতে দেখতে পূজা ব্যানার্জি ও কুনাল বর্মার ছেলে কৃষিবার বয়স হয়ে গেলো পাঁচ মাস। মহাশিবরাত্রির দিন কেক কেটে কৃষিবার পাঁচ বছরের জন্মদিন পালন করলেন তারা দুজন। সোশ্যাল মিডিয়ায় সেই সেলিব্রেশনের ভিডিও শেয়ার করেছেন এই তারকা দম্পতি।
কৃষিবের নামের মধ্যে রয়েছেন দুই দেবতা কৃষ্ণ ও শিব। আর এবার শিবরাত্রির দিনেই তার পূর্ণ হলো পাঁচ মাস। কৃষিব তাই মায়ের কোলে চড়ে পালন করে ফেললো তার প্রথম শিবরাত্রি। পাঁচ মাসের জন্মদিনের হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামায় ছেলেকে সাজিয়েছিলেন পূজা। ছেলে কে কোলে বসিয়েই পূজা পালন করেছেন শিবরাত্রি। এমনকি ছেলের হাত ধরে শিবের মাথায় জল ঢেলেছেন। আর সমস্ত রীতি-নীতিতে পাশে ছিলেন কৃষিবের বাবা কুনাল।
View this post on Instagram
আর এবার স্বামীর দীর্ঘায়ু কামনায় করওয়া চৌথ পালন করলেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জী। তিনি তার স্বামীকে গভীর চুম্বন করা এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন স্বামীকে। পূজার পোস্ট করা সেই মুহূর্ত ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram