বিনোদন

ফুটে উঠলো মানবিক রূপ, অন্যকে বাঁচাতে নিজের করোনার ওষুধ দান করতে চাইলেন ‘দেশের মাটি’ সিরিয়ালের নোয়া

গত বছরের তুলনায় করোনা যেন আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মানুষকে বর্তমান নানান সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। প্রত্যেকদিন ভারতবর্ষে লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। প্রত্যেকদিন বহু মানুষ মারা যাচ্ছেন করোনায়। অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে মানুষের মধ্যে। এবারে নিজের উদ্যোগে এগিয়ে এলেন ‘দেশের মাটি’ ধারাবাহিকের নোয়া।

অভিনেত্রী নিজেও আক্রান্ত হয়েছিলেন করোনায়। বেশি দিন হয়নি তিনি সুস্থ হয়ে উঠেছেন। অভিনেত্রী নিজে করোনা মুক্ত হওয়ার পরে নিজের কাছে কিছু করোনার ওষুধ রয়ে গেছে। আবার কয়েকটি ওষুধের ডোজ অলসতা বশতঃ পূর্ণ করেননি শ্রুতি। এবার শুধু শুধু সেই ওষুধগুলি বাড়িতে ফেলে না রেখে দুঃস্থ করোনা রোগীদের জন্য দান করতে চাইলেন শ্রুতি।অভিনেত্রী সেই ওষুধগুলির ছবি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন যদি কোনো ব্যাক্তির অসুধের প্রয়োজন হয় তাহলে শ্রুতির ইনবক্সে ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি পাঠালে তবেই তাঁকে ওষুধগুলি দেবেন শ্রুতি।অভিনেত্রীর এই উদ্যোগে ভালোই সারা মিলছে সকলের।

অভিনেত্রী শ্রুতি নিজে করোনা টেস্ট করিয়েছেন ২ রা মে। এরপর তিনি নিজেই করোনা পসিটিভ হওয়ার রিপোর্ট জানান ৬ ই এপ্রিল। শ্রুতির কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। শ্রুতি জানান, 2 রা এপ্রিল ‘দেশের মাটি’-র সেটে কফি খাওয়ার সময় কফির কোনো স্বাদ বা গন্ধ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়েছিল। তারপরেই টেস্ট কোরান অভিনেত্রী। আর এরপরেই রিপোর্ট পসিটিভ আসাতে নিভৃতবাসে ছিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

অভিনেত্রীর প্রথম রিপোর্ট পসিটিভ আসলেও পরবর্তী রিপোর্ট নেগেটিভ আসে। তাতে অভিনেত্রী বেশ খুশি। অভিনেত্রী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত বিধিনিষেধ মেনে করোনা আক্রান্ত হওয়ার মাত্র ১২ দিনের মাথায় অভিনেত্রী সুস্থ হয়ে ওঠেন। এরপরে শ্রুতি ফিরে আসছেন শ্যুটিং ফ্লোরে।

Back to top button