বিনোদন

‘নিচু জাত হওয়ায় নিজ গ্রামে এখনো আমাকে কেউ মেনে নেয় না’

বলিউডের একজন প্রতিভাধর ও শক্তিশালী অভিনেতা হলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি তার অভিনয় জীবনে বিভিন্ন সময় করেছেন বিভিন্ন চরিত্রে অভিনয়। আর সমস্ত চরিত্রেই তিনি নিজের দক্ষতা প্রমান করেছেন ও হয়ে উঠেছেন জনপ্রিয়। তবে এতো নাম -যশ-খ্যাতি থাকা সত্ত্বেও সমাজের বেড়া জাল থেকে এখনো বের হতে পারেননি জনপ্রিয় এই অভিনেতা।

সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ‘এত খ্যাতি যশ পাওয়ার পরেও আমরা নিচু জাত হওয়ার কারণে নিজ গ্রামে এখনো গ্রহণযোগ্যতা পাই না।’

উত্তরপ্রদেশের বাসিন্দা নওয়াজ উদ্দিন সিদ্দিকী আরও বলেন যে এখনো গ্রাম গুলোতে জাতিভেদ প্রথা রয়েছে আগের মতোই। তুমুল জনপ্রিয় হয়ে সত্ত্বেও তিনি এই জাতি ভেদের বৈষম্য থেকে মুক্তি পাননি নিজেও।

এছাড়াও তিনি টুইটারে জাতি বিভেদ নিয়ে সোচ্চার হয়ে একটি পোস্টে লিখেছেন ‘অনেকেই হয়তো বলবে জাতবিভেদ নেই। কিন্তু কেউ যদি একটু চারপাশটা ঘুরে দেখে, তাহলে ভিন্ন বাস্তবতা পাবে।’

Back to top button