Nusrat-Nikhil: ভেঙে গেছে সম্পর্ক নেই যোগাযোগ, নুসরতের নব পুত্র সন্তানের সুস্থতা কামনা করলেন নিখিল
26 শে অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর। নুসরতের সর্বক্ষণের সঙ্গী যশ (Yash Dasgupta) তাঁর পাশে রয়েছেন। প্রাক্তন স্বামী নিখিল জৈন (Nikhil Jain) নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন।
নিখিল জানিয়েছেন, নুসরত পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তিনি নুসরতের সঙ্গে যোগাযোগ করেননি। কারণ নিখিলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তবে নবজাতকের সুস্থতা কামনা করেছেন নিখিল। তিনি চান, নুসরতের পুত্রসন্তান সুন্দরভাবে বড় হয়ে উঠুক।
25 শে অগস্ট রাতে পার্ক স্ট্রিটের ভাগীরথী নেওটিয়া উইম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিটে ভর্তি হয়েছিলেন নুসরত। বালিগঞ্জের বাড়ি থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দী হয়েছিলেন তিনি। তবে সর্বক্ষণ তাঁকে আগলে রেখেছেন যশ। তবে ম্যাটারনিটি ওয়ার্ডে করোনা অতিমারীর কারণে যশ ঢুকতে পারেননি। কিন্তু তিনি হাসপাতালেই ছিলেন।
26 শে অগস্ট দুপুর এগারোটা থেকে নুসরতকে প্রস্তুত করা হয়েছিল সি-সেকশনের জন্য। 12 টার সময় তাঁকে ওটিতে নিয়ে যাওয়া হয়। এরপরেই নুসরতের পুত্রসন্তান ভূমিষ্ঠ হওয়ার সুখবর আসে।
View this post on Instagram