নীল-তৃনার রিসেপশনে চাঁদের হাট! ‘ভ্যালেন্টাইস ডে’ স্মরণীয় করে তুললেন নবদম্পত্যি

টলিউডের অন্যতম জনপ্রিয় ও রোমান্টিক কাপল নীল -তৃনার বিয়ে হয়ে গেলো ৪ ফেব্রুয়ারী। হেভিওয়েট এই কাপলের বিয়ে নিয়ে তাদের ফ্যানেদের মধ্যে ছিল বেশ উন্মাদনা।এবার আর কোনো সিরিয়ালের শুটিং নয় বাস্তব জীবনের বিয়ের পিঁড়িতে বসেছেন তৃনা সাহা ও নীল ভট্টাচার্য্য।মেহেন্দি থেকে শুরু করে গায়ে হলুদ সবকিছুতেই ছিল যাক জমক পূর্ণ আয়োজন। যেখানে উপস্থিত ছিলেন টলিউডের নামি তারকারা।
বিয়ের অনুষ্ঠানে নীল হাজির হন সিনেমার নায়কের মতো নৌকা করে। তার পরনে ছিল বাঙালির সাবেকিয়ানা সাজ। সেই সাথে নিজের বিয়ের অনুষ্ঠানে গানের তালে তালে করেছেন দুর্দান্ত নাচ। নীল যখন বিয়ের আসরে হাজির হয় তখন ব্যাক গ্রাউন্ডে বাজতে থাকে ‘দিলওয়ালে দুলহানিয়া যে যায়েঙ্গে’-র বিখ্যাত গান ‘মেহেন্দি লাগাকে রাখনা’। টোপসিয়ার অর্কিড গার্ডেনে বসেছিল টলিউডের এই রোমান্টিক জুটির বিয়ের আসর।
তবে এই জুটির বিয়ে ৪ফেব্রুয়ারি হলেও রিসেপশন হয় গতকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারী।ভালোবাসা দিবসেই তারা তাদের রিসেপশন করবেন বলে ঠিক করেছিলেন। যার জন্য এতদিনের অপেক্ষা । এদিন নীল-তৃনা দুজনের পোশাকেই ছিল লালের ছোয়া।যেখানে অভিনেতা নীলের পরনে দেখা গিয়েছে কালচে মেরুন রঙের শেরওয়ানি। আর অন্যদিকে তৃণার পরনে দেখা গিয়েছে গাঢ় লাল রঙের একটি লেহেঙ্গা।সঙ্গে গা ভর্তি গয়না।
নীল-তৃনার রিসেপশনে বসেছিল চাঁদের হাট। টলিউডের অধিকাংশ তারকাই উপস্থিত ছিলেন নীল-তৃনার রিসেপশনে। ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নীল-তৃনার রিসেপশনের সব ছবি। যা দেখে প্রশংসায় ভরিয়ে দেয় নেটিজেনরা। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।
View this post on Instagram
View this post on Instagram