বিনোদন

যে ছবির ‘অশ্লীল’ মুহূর্ত মনে রাখতে চান না মাধুরী দীক্ষিত

বলিউডে একসময় রাজত্ব করেছেন মাধুরী দীক্ষিত। বড় বড় সুপারস্টারের সঙ্গে পেয়েছেন কাজের সুযোগ। কিন্তু তা সত্বেও নাকি একটি ছবির কথা কিছুতেই মনে রাখতে চাননা মাধুরী দীক্ষিত। কিন্তু কোন ছবির কথা মনে রাখতে চান না মাধুরী? আর কেনই বা মনে রাখতে চান না অভিনেত্রী? তাহলে শুরু থেকেই জেনে নেওয়া যাক।

বলিউডের শুরু দিকে অন্যান্য নায়িকাদের মতো মাধুরীকেও নিজের জায়গা তৈরী করতে হয়েছে। প্রথম দিকে মাধুরী হিট ছবি দিতে পারেননি। কিন্তু পরে মাধুরী তার নিজের জায়গাটা বেশ শক্ত ভাবেই তৈরী করেছেন। যখন তিনি হিট ছবি দিতে পারেননি সেই সময় মাধুরী সুযোগ পেয়েছেন ‘দয়াবান’র মতো ছবি করার। ফিরোজ খানের সেই ফিল্মে সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল মাধুরী এবং বিনোদ খন্নাকে।

‘দয়াবান’ বোল্ড সিনে অভিনয় করে মাধুরী বলিউডে চর্চিত থাকলেও ষ্টার হয়ে ওঠেননি।এরপর মাধুরী উমেশ মেহরার সঙ্গে একটি সিনেমা করার সুযোগ পান। যেই ছবিটির নাম ছিল ‘বর্দি’। সেই সিনেমার শুটিং শেষ হয়ে গেলেও মুক্তি পাসবছিলো না। এমনকি একসময় প্রযোজকও বদল হয়েছিল। আর সেই সময় নাকি মাধুরীর হাতে ‘তেজাব’ সিনেমার কাজের সুযোগ এসেছিলো। আর সেই সিনেমায় নাকি মাধুরীকে স্টারডমের তুঙ্গে তুলে দেয়।

এরপর ‘এক দো তিন’ গানের তালে নাচ করে বেশ জনপ্রিয় হয়েছিলেন মাধুরী দীক্ষিত। এমনকি সেই সময় নাকি মাধুরী দীক্ষিত-অনিল কাপুর জুটি সুপারহিট। কিন্তু তখন মুক্তি পায়নি ‘বর্দি’। তারপর জানা যায়, ‘তেজাব’ মুক্তির দুই মাস পরে ‘বর্দি’ মুক্তি পেয়েছে। কিন্তু তাতেও কিছু না। কারণ, ‘বর্দি’তে মাধুরীর যে বোল্ড সিন্ গুলো ছিল তা সেন্সর বোর্ড কেটে দিয়েছিলো।যেটা মাধুরীর বড় অংশ ছিল সেটাই কেটে দেয় সেন্সর বোর্ড। যার ফলে মাধুরী তখন ক্যামিয়তে পরিণত হয়েছিল।

এরপর মুক্তি পেয়েছিলো ‘রাম লক্ষণ’। যেটা মাধুরীকে একেবারে জনপ্রিয় করে তোলে। যার ফলে বলিউডে মাধুরী দীক্ষিতকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কিন্তু তবুও ‘বর্দি’ সিনেমা নিয়ে সেই সময় বেশ অসস্থিতে পড়েন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মাধুরী তার ক্যারিয়ারের এমন একটা সময় ‘বর্দি’র জন্য রাজি হয়েছিলেন যে সময় তিনি বলিউডে থিথাক ভাবে জায়গা করে নিতে পারেননি। কিন্তু কয়েক মাসের মধ্যে যে তার ভাগ্য পুরোপুরি বদলে যাবে সেটা আর কে জানতো। ফলে সেই ‘বর্দি’ নিয়ে এখনো আফসোস যায়নি মাধুরী দীক্ষিতের। যার ফলে তিনি সেই সিনেমার কথা আর মনে রাখতে চান না।

Back to top button