“Love বিয়ে আজ কাল” ধারাবাহিকের জন্য বন্ধ হতে পারে জনপ্রিয় এই ধারাবাহিক, বেজায় মন খারাপ দর্শকের!
স্টার জলসাতে নতুন ধারাবাহিক আসছে। এই ধারাবাহিকের নাম “Love আজ কাল বিয়ে”। এই ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন। এই ধারাবাহিকটি যিশু এবং নীলানঞ্জা প্রোডাকশন হাউজ থেকে আসছে। যিশু এবং নীলানঞ্জা প্রোডাকশন হাউজ থেকে এর আগেও বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক এসেছে। তাই এই ধারাবাহিকটি নিয়ে দর্শকরা বেশ উত্তেজিত।
তবে নতুন ধারাবাহিক এলে যেকোনো পুরনো ধারাবাহিককে তার জায়গা ছেড়ে দিতে হবে। এখনো নতুন ধারাবাহিকের সময় ঘোষণা করা হয়নি। তবে টেলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যেতে পারে দর্শকের খুব প্রিয় একটি ধারাবাহিক।
সেই ধারাবাহিকটির নাম “পঞ্চমী”। “পঞ্চমী” ধারাবাহিকটি বেশ কয়েক বছর ধরে চলছে। এই ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি এই ধারাবাহিকের টিআরপি কমে গেছে। তাই এই ধারাবাহিকটি শেষ হয়ে যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
“পঞ্চমী” ধারাবাহিক বন্ধ হয়ে গেলে অনেক দর্শকই দুঃখিত হবেন। কারণ এই ধারাবাহিকটি অনেক দর্শকদের কাছেই প্রিয়। তবে নতুন ধারাবাহিকটিও বেশ জনপ্রিয় হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই ধারাবাহিকটি যিশু এবং নীলানঞ্জা প্রোডাকশন হাউজ থেকে আসছে।