বিনোদন
শঙ্খ বাজাচ্ছে ছোট্ট ইউভান, ছেলের দক্ষতা দেখে অবাক শুভশ্রী গাঙ্গুলি! ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ-শুভশ্রী। পেশাগত জীবনের পাশাপাশি এই দম্পতির ব্যক্তিগত জীবনও আলোচিত। এমনকি তার একমাত্র ছেলে ইউভান জন্ম থেকেই নেটিজেনদের কাছে জনপ্রিয়।
কখনও কখনও তারকা দম্পতি সামাজিক নেটওয়ার্কে তাদের ছেলের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে গর্ব করেন। প্রথম প্রি-স্কুলের গন্ডি পেরিয়ে বড় স্কুলে পা রেখেছিল ছোট ইউভান। ছেলের সাফল্যে গর্বিত শুভশ্রীর মা।
এবার ছেলের যোগ্যতায় চমকে দিলেন এই অভিনেত্রী। ইউভানের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে দিব্যি শঙ্খ বাজাছে খুদে।এই বয়সে শঙ্খ বাজিয়ে ফেলল ছেলে । এই ভিডিও শেয়ার করে শুভশ্রী বলেন, ‘আমি তো কখনও বাজাতেই পারলাম না।’
View this post on Instagram