বিনোদন

‘খড়কুটো’ নেই সেরার স্থানে, সেরা দশে নেই ‘মোহর’, এই সপ্তাহে প্রথম হলো কোন সিরিয়াল ?

বাঙালির সন্ধ্যাবেলা মানেই টিভির সামনে বসে সিরিয়াল দেখার পালা। বাড়ির মহিলারা কাজ কর্ম সেরে সন্ধাবেলায় চা নিয়ে বসে পড়েন টেলিভিশনের সামনে। বাঁচতে গেলে যেমন অন্ন, বস্ত্র প্রয়োজন তেমনি সিরিয়াল যেন প্রত্যেকটা মানুষের জীবনে অংশ হয়ে উঠেছে। বর্তমানে অনেকেরই হাতে মোবাইল ইন্টারনেট আছে কিন্তু মা কাকিমারা তো টিভির রিমোট ঘুরিয়ে জী বাংলা আর ষ্টার জলসার সিরিয়ালের মশগুল হয়ে থাকে। আর পাড়ার কাকিমাদের মুখে মুখে ঘুরতে থাকে কবেকার সীন এ কি দেখানো হল। এই নিয়ে চলতে থাকে আলোচনা।

ধারাবাহিক দেখতে দেখতে অনেকেরই নেশা হয়ে গেছে। যাই ঘটে যাক না কেন সিরিয়াল তো দেখতেই হবে। সিরিয়াল দেখতে দেখতে এরকম হয়ে গেছে যে তারা টেলিভিশনের অভিনেতা ও অভিনেত্রীদেরকে নিজেদের বাড়ির লোকের মতো ভালোবাসতে শুরু করে দিয়েছে। ধারাবাহিকের খলনায়ক ও খোলনায়িকাদেরকে কাকিমারাই মাঝে মধ্যে কথা সোনাতে থাকেন। আর বাংলা ধারাবাহিক মানেই তো ষ্টার জলসা আর জী বাংলা। এই দুটি হল বাংলার জনপ্রিয় ধারাবাহিক চ্যানেল। লড়াইয়ে কখনো জী বাংলা তো কখনো ষ্টার জলসা এগিয়ে থাকে দর্শকদের বিচারে।

দেখে নিন সেরা দশের তালিকা-

সিরিয়াল পয়েন্ট চ্যানেল স্থান
মিঠাই ১০.২ জি বাংলা প্রথম
খড়কুটো ৯.৬ স্টার জলসা দ্বিতীয়
কৃষ্ণকলি ৯.৩ জি বাংলা তৃতীয়
করুণাময়ী রাণী রাসমণি ৮.৭ জি বাংলা চতুর্থ
যমুনা ঢাকি ৮.৫ জি বাংলা পঞ্চম
অপরাজিতা অপু ৭.৯ জি বাংলা ষষ্ঠ
শ্রীময়ী ৭.৮ স্টার জলসা সপ্তম
খেলাঘর ৭.৬ স্টার জলসা অষ্টম
দেশের মাটি ৭.৫ স্টার জলসা নবম
মহাপীঠ তারাপীঠ ৭.৫ স্টার জলসা নবম
গঙ্গারাম ৭.১ স্টার জলসা দশম

Back to top button