বিনোদন

শারীরিক হেনস্থার শিকার কঙ্গনা রানাউত, সরাসরি সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইলেন অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন কঙ্গনা রানাউত। তিনি দেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে সোচ্চার হয়েছিলেন। যার জন্য তাকে মাসুলও গুনতে হয়েছিল। কখনো তার মাণিকর্ণিকা অফিস ভেঙে দেওয়া হয়েছে তো কখনো তার মনোবল ভেঙে দেওয়া হয়েছে। কৃষক বিল নিয়েও তিনি কিছুদিন আগেই সোচ্চার হয়েছিলেন। যার জন্য তাকে ধামকি ও হুমকি দুইই শুনতে হয়েছিল। কঙ্গনা এবার সরাসরি ইনস্টাগ্রামে এসে তার সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন। এদিন কঙ্গনা তার নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইলেন।

এদিন কঙ্গনা রানাউত তাঁর ভিডিওতে বলেন, “গোটা দেশ দেখতে পাচ্ছে আমার সঙ্গে কি ধরণের আচরণ হচ্ছে। আমার বাড়ি বেআইনিভাবে ভেঙে দেওয়া হয়েছে। আমার বনাম একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। আমি হেসেছি বলেও আমার নাম কেস ঠুকে দেওয়া হচ্ছে! আমার দিদি, রঙ্গোলি যখন কোভিড-১৯ লকডাউনের সময় চিকিৎসকদের উপর হওয়া আক্রমণ নিয়ে সরব হয়েছিল তখন আমার নামেও মামলা আদায়ের করা হয় , অথচ আমি তখন টুইটারে ছিলামই না!”কঙ্গনার কথামত তাঁকে সমন পাঠালেও তিনি জানেন না ঠিক কি অপরাধে তাঁকে বয়ান রেকর্ড করতে ডেকে পাঠানো হয়েছে। এমনকি তাঁর উপর দেশদ্রোহিতারও অভিযোগ রয়েছে, উল্লেখ্য বান্দ্রা আদালতের নির্দেশে মুম্বাই পুলিশ এফআইআর দায়ের করেছিল অক্টোবর মাসে কঙ্গনার বিরুদ্ধে। এরপরেই কঙ্গনা ও রঙ্গোলি উভয়েই এই এফআইআর খারিজের দাবিতে আবেদন জানিয়ে নভেম্বর মাসে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। এদিন তাঁর আইনজীবী বলেন,”কেউ যদি সরকারের সুরে সুর না মেলান তাহলেই কি সেটা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে ?”

বলিউডের কুইন কঙ্গনা রানাউত এদিন আরও বলেন,”আমি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ,আমরা কি মধ্যযুগে বসবাস করছি? যেখানে মেয়েদের জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো তাঁরা কোনো প্রতিবাদ করতে পারত না। গোটা বিশ্ব এই অবিচার দেখতে পাচ্ছে। আমি মানুষজনকে এটাই বলতে চাই, যারা আজকে এই তামাশা দেখে খুশি হচ্ছেন, হাততালি দিচ্ছেন …যদি জাতীয়তাবাদের আওয়াজ এইভাবে বন্ধ করা হয়, তাহলে হাজার বছরের গোলামিতে আমাদের যে যন্ত্রনা সহ্য করতে হয়েছে, ফের তেমনটাই করতে হবে।”

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

Back to top button