বিনোদন

“কঙ্গনা মানে ‘ঝড়’ কঙ্গনা মানেই ‘বিতর্ক’’ কঙ্গনার বিতর্কিত সাত মন্তব্যগুলি দেখেনিন একনজরে

বর্তমানে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের রাতের ঘুম কেড়ে নিয়েছেন বলিউডের ‘কুইন’ বলে পরিচিত জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেও তার নিশানায় ছিল শুধু বলিউড তারকারা কিন্তু এবার একই তিনি রাজনৈতিক নেতাদেরও ঘুম ছুটিয়ে দিয়েছেন।

আর এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে প্রতিদিনের সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন কঙ্গনা। কঙ্গনা রানাওয়াতের সাত বিতর্কিত ও আলোচিত মন্তব্য নিচে তুলে ধরা হল।

১.করণ জোহর নেপোটিজমের প্রতীক

কঙ্গনাই প্রথম বলিউডে স্বজন পোষণ রীতি নিয়ে প্রশ্ন তুলে ঝড় তৈরী করেন। এই বলিউড নায়িকা ২০১৭ সালে করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে করুন জোহর কেই রীতিমত কোনঠাসা করে দিয়েছিলেন। সেই শো তাই তিনি করণ জোহর কে বলিউডের স্বজনপোষণ নীতির ধারক বলে অভিযোগ করেন। এমনকি করণ জোহরের শো তে তাকেই ‘মুভি মাফিয়া’ বলেও করণ জোহরকে আক্রমণ করেন।

কঙ্গনা সেই শোতে বলেছিলেন, ‘আমাকে নিয়ে কখনো যদি বায়োপিক হয়, তখন আপনি (করণ জোহর) বলিউডের সেই মানুষটি হবেন, যাঁর বহিরাগত পছন্দই নয়। যিনি নেপোটিজমকে আরও বিস্তৃত করেছেন। যিনি একজন মুভি মাফিয়া।’ এরপর ভাৰত সরকারের কাছে করণ জোহরের ‘পদ্মশ্রী’ সম্মান ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিলেন কঙ্গনা।

২.কুকুরের মতো ব্যবহার

কঙ্গনা অভিযোগ করে জানান যে তিনি একসময় বলিউডে কুকুরের মতো ব্যবহার পেয়েছিলেন। এক অনুষ্ঠানে কঙ্গনাকে যখন প্রশ্ন করা হয় যে বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে কতটা প্রচেষ্টা করতে হয়েছিল ?তার জবাবেই কঙ্গনা বলেন ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হতো। ইন্ডাস্ট্রির মানুষ এমন ব্যবহার করত, যেন কোনো কথা বলার অধিকারই আমার নেই। এই ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রয়োজনই নেই। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না বলে আমাকে নিয়ে হাসি–তামাশা করা হতো।’

৩.পানীয়র মধ্যে মেশানো থাকে মাদক
কঙ্গনা তার নিজের জীবনের অন্ধকার দিক গুলো তুলে ধরতেও পিছপা হননা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাথে মাদকের যোগ সাজেশ আছে বলে তিনি বিস্ফোরক টুইট করেছিলেন। কঙ্গনা সেই টুইট বলেন

৩.পানীয়র মধ্যে মাদক
নিজের জীবনের অন্ধকার দিকগুলো প্রকাশ্যে আনতে কুণ্ঠাবোধ করেন না কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকের গভীর যোগসাজশ প্রকাশ্যে আসার পরই এক বিস্ফোরক টুইট করেন এই বিটাউন–কন্যা। কঙ্গনা টুইট করে বলেন, ‘আমি তখন নাবালিকা ছিলাম। আমার মেন্টর এতটাই ভয়ংকর হয়ে উঠেছিলেন যে উনি আমার পানীয়ের মধ্যে ড্রাগ মিশিয়ে দিতেন, যাতে আমি পুলিশের কাছে যেতে না পারি। সফলতা পাওয়ার পর বলিউডের নামজাদা ফিল্মি পার্টিতে যাওয়ার প্রবেশাধিকার পাই আমি। আর তখনই আমার পরিচয় হয় বলিউডের জৌলুশের আড়ালে লুকিয়ে থাকা মাদক, মাফিয়ার মতো ভয়ানক দুনিয়ার সঙ্গে।’

৪.আলিয়া একটি কাঠের পুতুল
কঙ্গনা বলিউডের নায়িকাদের গা জ্বালানো মন্তব্য করে তাদের অতিষ্ট করে তুলতেন। কঙ্গনা একবার আলিয়া ভাটকে আক্রমণ করে বলেন ‘আলিয়ার নিজস্ব কোনো আওয়াজ নেই। করণ জোহরের কাঠপুতুল হয়েই ও থাকতে চায়। আমি ওকে সফল বলে মনে করি না।’

৫.তাপসী-স্বরা বি গ্রেড অভিনেত্রী
কঙ্গনার হাত থেকে বলিউডের তারকা সন্তান নয় রেহাই পায়নি বলিউডের বাইরে থেকে আসা অভিনেত্রীরাও। কঙ্গনা তাপসী পান্নু ও স্বরে ভাস্কর সম্পর্কে বলেন ‘‘তাপসী পান্নু আর স্বরা ভাস্করের মতো বহিরাগতরা বলবে যে শুধু কঙ্গনারই করণ জোহরকে নিয়ে সমস্যা আছে। আমরা তো করণ জোহরকে পছন্দ করি। আপনারা যদি করণকে পছন্দই করেন, তাহলে আপনারা এখনো বি গ্রেড অভিনেত্রী কেন? আলিয়া আর অনন্যার থেকে আপনারা ভালো অভিনেত্রী হলেও ভালো কাজ পাচ্ছেন না কেন? এটাই তো প্রমাণ করে বলিউডে নেপোটিজমের প্রভাব কতটা প্রবল।’

৬.মাদক পরীক্ষা করা হোক

সম্প্রতি বলিউডে থাকা মাদক কেলেঙ্কারি নিয়ে কঙ্গনা প্রকাশ্যেই টুইট করে লিখেছিলেন ‘‘রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল, আয়ান মুখার্জিকে আমি আবেদন করছি, যেন তারা ড্রাগ টেস্ট করিয়ে নেয়। জোর গুঞ্জন যে তারা সবাই কোকেন নেয়। এদের প্রত্যেকের টেস্ট ঠিক এলে কিছু মানুষকে এরা প্রেরণা দিতে সক্ষম হবে।’।

৭.মুম্বাই হলো ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’

সম্প্রতি কঙ্গনার সাথে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের বিবাদ তুঙ্গে। আর সেই বিবাদ আরও উপরে উঠে যায় কঙ্গনা যখন বলেছিলেন যে মুম্বাই পুলিশের সুরক্ষা তিনি চান না। কারণ তিনি বলিউডের মুভি মাফিয়াদের থেকে মুম্বাই পুলিশকে বেশি ভয় পান।

আর তার কটাক্ষের্ শিবসেনার সঞ্জয় রাউত বলেন, ‘কঙ্গনার মুম্বাইতে আসার প্রয়োজন নেই।’ আর এরপরই সেই বিতর্কিত মন্তব্যটি করেন কঙ্গনা। কঙ্গনা জবাবে বলেন, ‘মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো কেন লাগছে?’ তাতেই বেঁধে যায় চরম বিবাদ। বিবাদ এতটাই বড় আকার ধারণ করে যে শিবসেনা তার মুম্বাইয়ের অফিস ভেঙে দেয়। কঙ্গনাও টুইটারে প্রকাশ্যে সরাসরি মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীকে ‘তুই’ বলে সম্বোধন করেন।

Back to top button