বিনোদন

সাংবাদিককে হুমকি, ভয়ে নিজেই টুইট মুছে দিলেন কঙ্গনা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য বলিউডের একাধিক তারকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত।কঙ্গনার মতে, বলিউড মাফিয়াদের শিকার হয়েই সুশান্ত সিং রাজপূত আত্মহত্যা করেছেন।সুশান্তের মৃত্যুর জন্য বলিউড মাফিয়ারাই দায়ী।এই নিয়ে একাধিকবার সমালোচনার মুখেও পড়েছেন কঙ্গনা রানাউত।তবে এবার হাওয়া যেন বইছে অন্যদিকে।প্রতিদিনই যেন নেটিজেনদের ট্রোলের শিকার হচ্ছেন কঙ্গনা। কিছুদিন আগে মুম্বাইকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা । এই নিয়ে কম শোরগোল হয়নি।

আর এবার কঙ্গনা বিপদে পড়েছেন এক সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিয়ে। যা নিয়ে সাংবাদিকরা কঙ্গনার ওপর ক্ষুদ্ধ হয়েছেন। এক সাংবাদিক কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ করেন, গত নির্বাচনে বিজেপি প্রার্থী শিবসেনাকে ভোট দেওয়ার বিষয়ে কঙ্গনা সকলকে মিথ্যা কথা বলেছিলেন। এই নিয়ে কঙ্গনা এক সাক্ষাৎকারে দাবি করেন, একজন বিজেপি সমর্থক হয়ে তিনি শিবসেনাকে ভোট দিতে চাননি। তাকে অনেকটা জোর করে দেওয়া হয়েছে।

এরপরই সাংবাদিক কমলেশ সুতার একটি টুইট করেন। ওই টুইট দেখে বেজায় চোটে যান কঙ্গনা রানাউত। এরপর কঙ্গনা ফের টুইট করে লেখেন, ‘আপনি ভুল তথ্য পাঠিয়েছেন। আমি খুব শীঘ্রই আপনাকে একটা নোটিশ পাঠাবো। এই তথ্যটি আপনাকে আদালতে দাঁড়িয়ে প্রমান করতে হবে।এই মিথ্যে তথ্যের জন্য আপনার জেল হতে পারে।’ এরপর কমলেশ সেই টুইট শেয়ার করেন এবং সেটি মুম্বাই প্রেসক্লাবের নজরে এলে তারা প্রত্যেকে মিলে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং কঙ্গনাকে নিয়ে নিন্দা করেন। এরপর কঙ্গনা নিজেই ভয়ে তার টুইট মুছে দেন।

Back to top button