বিনোদনভাইরাল ভিডিও

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর পরিবেশে হাসিমুখে প্রবেশ করে জনতার রোষের শিকার জনি লিভার

সিনেমা জগতে একের পর এক প্রতিভাবান তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগতে। কয়েকদিন আগেই চলে গেলেন অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজু কোশল। এবারে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তিনি ছয় দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন‌। শারীরিক সমস্যার কারণে তাকে আইসিইউতেও রাখা হয়। ধীরে ধীরে শারীরিক অবস্তাহর উন্নতি হয়েছিল কিন্তু হঠাৎ নিভে গেল সেই প্রদীপ। আজ সকাল সাড়ে সাতটায় ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘নয়া দৌড়’ এর অভিনেতা। তার সাথে সাথে শেষ হয়ে গেল একটা যুগ।

এদিন অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গোটা বলিউড। পাশাপাশি গোটা বলিউড ভেঙে এসেছে তার মৃত্যুতে শোকপ্রকাশ করতে। উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান, অনুপম খের, রণবীর কাপুর, বিদ্যা বালন -রা। এসেছিলেন জনি লিভার ও জুনিয়র মেহমুদ। তাঁরা দুজনে একসঙ্গে দিলীপ কুমারের বাসভবনে ঢোকার সময় পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাসেন জনি লিভার। এদিকে যোনি লিভারের সেখানে প্রবেশ নিয়ে শুরু হয়ে গেছে নানান বিতর্ক। এই কারণেই নেটিজেনরা তাদের উপর ক্ষোভে ফেটে পড়েছেন। শোকস্তব্ধ পরিবেশে সান্ত্বনা দিতে এসে জনি লিভারের হাসি পেল কি করে! অনেকে লিখেছেন, একজন কিংবদন্তীর মৃত্যুতে জনি লিভার শোকপ্রকাশ করার বদলে হাসছেন। অনেকে বলেছেন, উনি কি কোনো আনন্দদায়ক পরিবেশে এসেছেন বলে মনে করছেন! তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, জনি লিভার নিজেও একজন কিংবদন্তী। তিনি শুধুমাত্র মিডিয়ার প্রতি সৌজন্যতা দেখতে হেসেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অমিতাভ বচ্চন থেকে শুরু করে অন্যান্য তারকা।৭ ই জুলাই বিকাল পাঁচটায় মুম্বইয়ের জুহু কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দিলীপ কুমারের শেষকৃত‍্য সম্পাদন করা হয়েছে। গোর দেওয়ার আগে দিলীপ কুমারকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। দিলীপ কুমারের শেষকৃত‍্যের সময় কবরস্থানে উপস্থিত ছিলেন সায়রাবানুও।

অসাধারণ অভিনয়ের জন্য তার ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। অভিনেতা দিলীপ কুমার ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন।মোট দশ বার ফিল্মফেয়ার পুরস্কার এবং তিনবার জাতীয় পুরস্কারে সম্মানিত অভিনেতা চলচ্চিত্রজগতে রেখে গেলেন তার অগণিত উজ্জ্বল স্মৃতি। কিন্তু আজ সেই চলচ্চিত্র জগৎ হারিয়ে ফেললো সেই প্রতিভাবান অভিনেতাকে।

 

 

Back to top button