বিনোদন

মৃত্যুর পর আবারও পর্দায় ফিরছেন ইরফান খান,ছেলের উদ্যোগে মুক্তি পাচ্ছে তাঁর শেষ ছবি

২০২০ সাল আমাদের সকলের কাছে একটি অভিশপ্ত সাল। এই ২০ সালে আমরা আমাদের অনেক প্রিয় মানুষদেরকে হারিয়েছি। ২০২০ সালের ২৯ এপ্রিল আমাদের সকলকে ছেড়ে অমরত্বের সন্ধানে চলে যান বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা ইরফান খান। নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত ছিলেন তিনি। এমন একটা সময় ছিল যখন তারাদের সাথে কথা বলতেন ইরফান। আর তিনি সেই তারাদের দেশে চলে গেলেন করোনা আবহয়ের মধ্যে।

কিন্তু তিনি আবারো ফিরছেন। মৃত্যুর পরেও যে এভাবে ফিরে আসা যায় তা এই শতাব্দীতে দাঁড়িয়ে টের পাচ্ছি। বর্তমানের উন্নত টেকনোলজি মাধ্যমে না ফেরার দেশে চলে যাওয়া মানুষকেও জীবিত করে তোলা যায় তাঁর এক সুন্দর উদাহরণ হল ‘দ্যা সং অফ দ্যা স্কর্পিয়ানস'( The Song Of The Scorpians)।

এদিন ইরফান স্ত্রী সুতপা শিকদার ফেসবুকে ইরফানের ছবির পোস্টার শেয়ার করে লেখেন ,”জয়সলমেরের মাটিতে অনেক গান, রূপকথা, গল্প আছে। অনুপের ছবি ‘দ্যা সং অব স্করপিয়নস’ করার সময় ইরফানের সেই জায়গার সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। সে উটদের সঙ্গে কথা বলত, তারাদের সাথে কথা বলত। বালির ঢিবি গভীর রাতেদের সঙ্গে ফিসফিস করত।ভারতে মুক্তির আগে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি দেখানোর পর ধীরে ধীরে ইরফান এই ছবির একটি অংশ হয়ে ওঠে।”

ইরফান খানের এই ছবি পরিচালনা করেছিলেন অনুপ সিং । এই ছবিটি প্রথমবার ‘লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-২০১৭ তে প্রদর্শিত হয়েছিল। এবারে এই ছবিরত মোশন পোস্টের শেয়ার করলেন ইরফান খানের ছেলে বাবিল। এই পোস্টার শেয়ার করে বাবিল লিখেছেন, “আরও একবার তবে শেষ বারের জন্য নয়।”

 

View this post on Instagram

 

A post shared by Babil (@babil.i.k)

Back to top button